ক্যানসারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইরফান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/02/14/photo-1550143686.jpg)
ক্যানসারের চিকিৎসা শেষে নিজ দেশ ভারতে ফিরেছেন জনপ্রিয় বলিউড অভিনেতা ইরফান খান।
সম্প্রতি লন্ডনে নিউরোএন্ডোক্রিন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফেরেন ইরফান। গত বছরের মার্চে তিনি লন্ডনে উড়ে যান। তখন জানা গিয়েছিল, তাঁর একটি বিরল ধরনের ক্যানসার ধরা পড়েছে।
বি-টাউনে গুঞ্জন, ইরফান ‘হিন্দি মিডিয়াম’-এর সিক্যুয়েলের শুটিং শুরু করতে চলেছেন। তবে একটি সূত্র সংবাদ সংস্থা আইএএনএসকে জানিয়েছে, ‘ইরফান মুম্বাইয়ে ফিরেছেন। তবে যে যেমন ইচ্ছা খবর ছেপে দিচ্ছে, যার বেশিরভাগেরই কোনো ভিত্তি নেই। এগুলো বিশ্বাস করবেন না।’
২০১৭ সালে ইরফান খান ‘হিন্দি মিডিয়াম’ সিনেমায় অভিনয় করেছিলেন। সেখানে তাঁর বিপরীতে ছিলেন পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। সমালোচকদের প্রশংসা পেয়েছিল ছবিটি।
সেই ছবির সিক্যুয়েল প্রসঙ্গে প্রযোজক দিনেশ ভিজন আইএএনএসকে বলেছেন, ‘যখন আমরা সিক্যুয়েল তৈরি করব, নিশ্চয়ই তার বেশ কিছুদিন আগে আনুষ্ঠানিক ঘোষণা দেব।’
ইরফানকে সর্বশেষ ‘কারওয়া’ সিনেমায় দেখা গেছে। এ ছবি যখন মুক্তি পেয়েছিল, তখন তিনি চিকিৎসার প্রয়োজনে লন্ডনে ছিলেন।
ব্যতিক্রমী সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয় ৫২ বছরের ইরফান খান। ‘পান সিং তোমার’, ‘হাসিল’, ‘মকবুল’ ও ‘পিকু’ ছবিতে তাঁর পারফরম্যান্স চিত্রসমালোচকদের ব্যাপক প্রশংসা পেয়েছে। ‘দ্য নেমসেক’, ‘লাইফ অব পাই’ ও ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ছবিতে অভিনয় করে পশ্চিমেও রয়েছে তাঁর খ্যাতি। সূত্র : এনডিটিভি