সিসিএল পার্টিতে সালমানের নাচ ভাইরাল

সে স্থিরচিত্র হোক, অথবা চলচ্চিত্র; সামাজিক মাধ্যমে সুপারস্টার সালমান খানের কিছু প্রকাশিত হলে তা ঝড় তুলবেই। এবারও তার ব্যতিক্রম হলো না। তারকাবহুল পার্টিতে নেচে নেটিজেনদের হৃদয় জয় করলেন বলিউড ভাইজান।
গতকাল শুক্রবার বেশ ব্যস্ত দিন কাটিয়েছেন সালমান। শুটিং শিডিউল ছিল। তিনি এখন আলি আব্বাস পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘ভারত’ ছবির শুটিং করছেন। তবে উৎসব, উদযাপন কখনো মিস করেন না এ তারকা। রাতে একটি সেলিব্রেটি পার্টিতে পা মিলিয়েছেন তিনি।
উত্তেজনাকর একটি ক্রিকেট ম্যাচের পর সালমানসহ সোহেল খান, বাদশা, রিতেশ দেশমুখ, ববি দেওল, ডেইজি শাহ, উর্বশী রতৌলাসহ অনেকে আনন্দ উদযাপন করেন। সেলিব্রেটি ক্রিকেট লিগে (সিসিএল) সোহেল খানের টিম জেতে। সেই জয় নেচেগেয়ে উদযাপন করেন অভিনয় ও সংগীত অঙ্গনের তারকারা। অন্তর্জালে সেই নাচ ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ‘গুড় নাল ইশক মিঠা’ গানের তালে পা দোলাচ্ছেন সালমান খান। পুরো স্কোয়াডই খুব মজা করে। সালমানের জনপ্রিয় গান ‘ও জানে জানা’ ও ‘চলতি হ্যায় কিয়া নাইন সে টুয়েলভ’ গানের তালেও নাচেন সবাই।
যা হোক, আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’-এ সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ। এ ছাড়া রয়েছেন দিশা পাটানি, টাবু, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফসহ অন্যরা।
কোরিয়ান চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর নতুন সংস্করণ ‘ভারত’। ষাটের দশকের সার্কাসের ওপর নির্মিত এ ছবি। একজন সাধারণ মানুষের জীবনকে কেন্দ্র করে ভারতের ইতিহাসও বর্ণিত হবে এই ছবিতে। পাঁচটি ভিন্ন চেহারায় দেখা যাবে সালমান খানকে। আগামী ঈদে মুক্তি পাবে ছবিটি।
এ ছাড়া ‘দাবাং থ্রি’ ছবির শুটিং শিগগিরই শুরু করবেন সালমান খান। এতে তাঁর বিপরীতে রয়েছেন সোনাক্ষি সিনহা। তৃতীয় বারের মতো এ ফ্র্যাঞ্চাইজিতে প্রধান নারী চরিত্রে থাকছেন তিনি। সূত্র : ইন্ডিয়া টিভি