দুই মায়ের সঙ্গে সালমান খান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/03/09/photo-1552116628.jpg)
গতকাল ছিল আন্তর্জাতিক নারী দিবস। শুভ কামনাসহ নানা বার্তায় ভেসেছে সামাজিক যোগাযোগমাধ্যম। বলিউড তারকারাও পেছনে পড়ে ছিলেন না। বি-টাউনের সেলিব্রেটিরা সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট থেকে নিজেদের জীবনের বিশেষ নারীকে শুভেচ্ছা জানিয়েছেন। সুপারস্টার সালমান খানও একটি বিশেষ পোস্ট দিয়েছেন, যা নেটিজেনদের মন জয় করে নিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সালমান খান ফটোব্লগিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে মা সালমা খান ও হেলেনকে। ক্যাপশনে বলিউড ভাইজান লিখেছেন, ‘হ্যাপি ওম্যানস ডে’। ছবিটি এ পর্যন্ত ১২ লাখ ৮৫ হাজারের বেশি লাইক পেয়েছে।
সালমান খানের বাবা সেলিম খান ১৯৬৪ সালে সালমাকে বিয়ে করেন। তাঁদের সন্তান আরবাজ খান, সালমান খান, সোহেল খান ও আলভিরা অগ্নিহোত্রী। পরে ১৯৮১ সালে তিনি হেলেনকে বিয়ে করেন। হেলেন ও তাঁর দত্তক কন্যা অর্পিতা খান শর্মা।
সালমান, আরবাজ ও সোহেল তিন জনই অভিনয় ও প্রযোজনায় যুক্ত। আলভিরা বিয়ে করেছেন চিত্রনির্মাতা ও প্রযোজক অতুল অগ্নিহোত্রীকে। অর্পিতা খান শর্মার স্বামী আয়ুশ শর্মাও অভিনেতা, গত বছর ‘লাভযাত্রী’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর।
সম্প্রতি আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবির শুটিং শেষ করেছেন সালমান খান। এতে তাঁর ব্পিরীতে রয়েছেন ‘টাইগার জিন্দা হ্যায়’ সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
‘ভারত’ নিয়ে তৃতীয়বারের মতো একসঙ্গে কাজ করলেন সুপারস্টার সালমান খান ও নির্মাতা আলি আব্বাস জাফর।
এরই মধ্যে ‘ভারত’ ছবির প্রথম টিজার প্রকাশিত হয়েছে। ছবিতে পাঁচটি ভিন্ন চেহারায় দেখা যাবে সালমান খানকে। সালমানের চরিত্রটিতে ২৭ থেকে ৬৫ বছর বয়সের যাত্রা দেখানো হবে।
কোরিয়ান চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর নতুন সংস্করণ ‘ভারত’। ষাটের দশকের সার্কাসের ওপর নির্মিত এ ছবি। একজন সাধারণ মানুষের জীবনকে কেন্দ্র করে ভারতের ইতিহাসও বর্ণিত হবে এই ছবিতে। এতে আরো রয়েছেন দিশা পাটানি, টাবু, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফসহ অন্যরা। আসছে ঈদে পর্দায় উঠবে ছবিটি।
এ ছাড়া শিগগিরই ‘দাবাং থ্রি’ ছবির শুটিং শুরু করবেন সালমান খান। এ ছবিতে বরাবরের মতোই তাঁর সঙ্গে জুটি বাঁধছেন সোনাক্ষি সিনহা। আগামী মাসে মধ্য প্রদেশের মহীশূরে এ ছবির শুটিং শুরু হবে। সূত্র : ইন্ডিয়া টিভি