২৫ সিনেমা হলে ‘বউ বাজার’
মুকুল নেত্রবাদী পরিচালিত এবং শাহরিয়াজ ও রাহা তানহা খান অভিনীত চলচ্চিত্র ‘বউ বাজার’ আজ সারা দেশে ২৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে।
মুকুল নেত্রবাদী বলেন, ‘আজ সারা দেশে আমরা ২৫টি সিনেমা হলে ছবিটি মুক্তি দিয়েছি। ৪০টি সিনেমা হলে ছবিটি মুক্তি দেওয়ার কথা ঘোষণা দিয়েছিলাম। তবে ৪০টির মধ্যে ১৫টি সিনেমা হল ছবিটি পেনড্রাইভে চালাতে চায়। যে কারণে আমরা ১৫টি সিনেমা হল বাদ দিয়েছি। কারণ, পেনড্রাইভে ছবি মুক্তি পেলে পাইরেসি হওয়ার ভয় থাকে।’
মুকুল নেত্রবাদী ছবি নিয়ে বলেন, ‘আমি এই ছবির মধ্যে দর্শকদের হাস্যরস দেওয়ার চেষ্টা করেছি। বাজারে এখন যেসব ছবি চলছে, তাদের বেশির ভাগই অ্যাকশননির্ভর ছবি। আমি মনে করি, সব ধরনের ছবি দেখার দর্শক আমাদের দেশে রয়েছে। এই ছবি দেখেও পছন্দ করবেন সবাই।’
ছবির গল্পে দেখা যাবে, শাহরিয়াজ বিয়ে করতে চাচ্ছেন না, কিন্তু তার পরিবার বিয়ের জন্য নানাভাবে চাপ দেয়। এদিকে ধনী পরিবারের মেয়ে রাহা। তার বিয়ে নিয়েও বিভিন্ন সমস্যা। একদিন বউ বাজার ঘুরতে যান শাহরিয়াজ। একই দিনে রাহার কৌতূহল হয় ওই বাজারে আদৌ বউ পাওয়া যায় কি না, সেটা দেখতে যাওয়ার। গায়ের রং বদলে কালো মেয়ের সাজে সেখানে যান তিনি। এরপর ইভ টিজারের কবলে পড়েন রাহা। একসময় তিনি প্রতিবাদ করেন। দূর থেকে দেখে এই কালো মেয়ের প্রেমে পড়েন শাহরিয়াজ। তারপর নানা মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়েছে এ সিনেমার গল্প।