মৃত্যুর দুয়ার থেকে ফিরলেন এই অভিনেত্রী

ভারতের টিভি চ্যানেল স্টার প্লাসের হিট শো ‘কুমকুম—এক পিয়ারা সে বন্ধন’খ্যাত অভিনেত্রী ও ‘বিগ বস’ জয়ী জুহি পারমার এবার আলোচনায় এলেন ভিন্ন কারণে। মৃত্যুকে বেশ কাছ থেকে দেখার অভিজ্ঞতা তিনি নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘সেই মুহূর্তে আমি অনুভব করেছি জীবন কতটা মূল্যবান। সবচেয়ে বড় সৌভাগ্য ও আশীর্বাদ হলো, আমরা এখনো নিশ্বাস নিতে পারছি।’
ঘটনার দিন জুহি হোলি উপলক্ষে আয়োজিত পার্টিতে অংশ নিতে বন্ধু আশকা গোরাদিয়ার বাড়িতে অবস্থান করছিলেন। সেখানেই তিনি বেশ অসুস্থবোধ করেন। মনে হতে থাকে, তিনি এই পরিস্থিতি কিছুতেই মোকাবিলা করতে পারবেন না। জুহি তাঁর বন্ধু আশকাকে অনুরোধ করেন, একটা কিছু হলে তিনি যেন তাঁর কন্যার দেখভাল করেন।
বলা জরুরি, জুহি একজন সিঙ্গেল মাদার। সামিরা নামে তাঁর ছয় বছর বয়সী একজন কন্যাসন্তান রয়েছে।
ওই পোস্টে জুহি লেখেন, ‘আমার সেরা বন্ধু আশকা গোরাদিয়ার বাড়ি থেকে আমি রাত সাড়ে ১০টা-১১টার দিকে হাসপাতালে ছুটে যাই। ঠিকমতো শ্বাস নিতে পারছিলাম না, কিন্তু আশ্চর্যজনকভাবে অক্সিজেন, ইসিজি, রক্তচাপসহ আমার সবকিছুই স্বাভাবিক অবস্থায় ছিল। যা হোক, দম বন্ধ হয়ে আসছিল এবং মনে হচ্ছিল আর পাঁচ মিনিটও আমি হয়তো টিকব না। আমি আশকাকে আবারও সামিরার প্রতি খেয়াল রাখতে বললাম, কেননা আমার কেবলই মনে হচ্ছিল, আর হয়তো বাঁচব না।’
সেই দুঃসহ মুহূর্তগুলো স্মরণ করে শুভকামনা ও প্রার্থনার জন্য নিজের অনুসরণকারীদের ধন্যবাদ জানান জুহি। জীবনে যাঁর যতটুকু আছে, তাই নিয়ে সন্তুষ্ট ও কৃতজ্ঞ থাকার পরামর্শ দেন ভক্তদের।
২০০৯ সালের ফেব্রুয়ারিতে অভিনেতা শচীন শ্রফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জুহি। গত বছর তাঁরা আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান। বিচ্ছেদেরও এক বছর আগে থেকে শচীন ও জুহি আলাদা বসবাস করছেন।
পেশাগত জীবনে ‘কুমকুম’ ছাড়াও টিভি শো ‘ভিরাসাত’, ‘দেবী’, ‘কর্মফল দাতা শনি’, ‘বানু ম্যায় তেরি দুলহান’, ‘বালিকা বধূ’, ‘সাত ফেরে’, ‘তুমহারি পাখি’-তে কাজ করেছেন জুহি পারমার। সূত্র : ইন্ডিয়া টিভি