আনিসুল হকের গল্পে ভাবনার অভিনয়

জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে নাটক ‘একাকী একটি মেয়ে’। চিত্রনাট্য করেছেন শাওন কৈরী। যৌথভাবে নাটকটি নির্মাণ করেছেন নীলিমা দোলা ও রজত তন্ময়।
নাটকে নামভূমিকায় অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। তাঁর চরিত্রের নাম শিমু। এই নাটকে কাজের অভিজ্ঞতা নিয়ে ভাবনা বলেন, ‘প্রথমত আনিসুল হকের উপন্যাস থেকে নাটকটি লেখা হয়েছে। তাই শুটিংয়ের আগেই আমি রোমাঞ্চিত ছিলাম। কাজ করতে গিয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি। শিমু চরিত্র আমাদের এই সমাজে অনেক মেয়ের বাস্তব জীবনের সঙ্গে মিলে যাবে। শিমু চরিত্রটিতে অভিনয় করে আমি অনেক আনন্দিত।’
নাটকটি আগামী শনিবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে। ‘একাকী একটি মেয়ে’র গল্পে দেখা যাবে, স্কুল মাস্টার বাবার আদরের মেয়ে শিমু। শিমু লেখাপড়ায় খুব ভালো। পড়ালেখা শেষ করে গ্রাম থেকে একদিন শহরে আসে চাকরির পরীক্ষা দিতে। ঢাকায় এসে নিজের চাচার বাসায় ওঠার কথা থাকলেও সেখানে গিয়ে দেখে বাসায় তালা মারা। চাচির ভাই মারা যাওয়ায় তারা কিছু না জানিয়েই চলে গেছে। এত বড় শহরে কোথায় থাকবে, সে বুঝে উঠতে পারে না। অতঃপর একজন রিকশাওয়ালার সাহায্যে হোটেল খুঁজতে থাকে। কিন্তু একা হওয়ায় কেউই তাকে হোটেল ভাড়া দিতে চায় না। অবশেষে একটা কমদামি হোটেল ভাড়া নেয় এক রাতের জন্য। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় পুলিশ তাকে পতিতা সন্দেহে ধরে নিয়ে যায়। এরপর নিজেকে আপ্রাণ চেষ্টা করে থানা থেকে ছাড়িয়ে পরীক্ষা দিতে যায় শিমু। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে।