শান্তিপূর্ণভাবে চলছে টিভি প্রযোজকদের নির্বাচন
দেশের বেসরকারি টিভি চ্যানেলগুলোর প্রযোজকদের সংগঠন টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাচন চলছে আজ। সকাল ৯টা থেকে গুলশানের ইম্যানুয়েলস ব্যাংকুয়েট হলে ভোট গ্রহণ চলছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এবারের নির্বাচনে দুই জোটে প্রার্থী সংখ্যা ৫৩ জন। ভোটার সংখ্যা ১৭৯ জন। সভাপতি পদে লড়ছেন ইরেশ যাকের ও মনোয়ার হোসেন পাঠান।
ইরেশ যাকের, ‘সকাল থেকে ভোট গ্রহণ চলছে। কোনো বিশৃঙ্খলা নেই।’
সাধারণ সম্পাদক প্রার্থী সাজু মুনতাসির বলেন, ‘নির্বাচন ভালোভাবে চলছে। সবাই দোয়া করবেন।’
সহসাধারণ সম্পাদকের পদের প্রার্থী রেজাউল হক রেজা বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট চলছে। আমরা খুব উপভোগ করছি।’
অন্যদিকে,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী কাজী আবু বকর সিদ্দিকী রিটন বলেন, ‘উৎসবমুখর পরিবেশে ভোট চলছে।’
সংগঠনে গত দুই বছর সাধারণ সম্পাদকের পদে ছিলেন ইরেশ যাকের। তিনি বলেন, ‘এর আগে সংগঠনের হয়ে আমি অনেক কাজ করেছি। এখন আরো বড় পরিসরে কাজ করতে চাই। প্রথমত সব চ্যানেলে নাটক প্রচারের ক্ষেত্রে সংগঠন থেকে এনওসির প্রচলন শুরু করার ইচ্ছে রয়েছে আমার। এটা ভীষণ জরুরি। যুগ বদলে গেছে। চ্যানেলগুলো অনলাইন প্লাটফর্মেও নাটক প্রচার করছে। এখানে প্রযোজকরা যাতে তাদের নাটকের র্যাভিনিউ পায় সেদিকে আমরা নজর রাখব। অনলাইনে নাটকের আয় প্রযোজকদেরও পাওয়ার অধিকার রয়েছে। এ ছাড়া আরো অনেক পরিকল্পনা আছে। সবাই দোয়া করবেন।’
সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করার কথা জানিয়ে মনোয়ার হোসেন পাঠান বলেন, ‘আমি চাই না কোনো প্রযোজক কাজ থেকে বঞ্চিত হোক। আমার চেনা অনেক প্রযোজক আছেন যাঁরা দুই বছর ধরে কোনো কাজই পাচ্ছেন না। এ রকম যাতে না হয় সেই চেষ্টা আমি করব। আমরা সব প্রযোজক ভালো থাকতে চাই। সবাইকে ভালোও রাখতে চাই।’
মনোয়ার হোসেন পাঠান আরো বলেন, ‘আমি চাই সব প্রযোজক কর্মমুখী হোক। কাজের সুষম বণ্টন আর বিনিয়োগ নিশ্চিত হোক। শৃঙ্খলা ও সমন্বয় ফিরে আসুক পুরো শিল্প মাধ্যমে।’
সহসভাপতির তিনটি পদের বিপরীতে প্রার্থী আছেন ছয়জন। তাঁরা হলেন, এস এম এহসানুল আজিম, সাজ্জাদ হোসেন দোদুল, আনসারুল আলম লিংকন, দেওয়ান হাবীব, তারেক মিন্টু ও জহির আহমেদ। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সাজু মুনতাসির ও মুজিবুর রহমান মুজিব। সহসাধারণ সম্পাদকের দুটি পদের বিপরীতে লড়ছেন রেজাউল হক রেজা, কাজী রিয়াজ হোসেন নয়ন, সায়েদুজ্জামান তালুকদার মিঠু ও সৈয়দ ইরফান উল্ল্যাহ।
অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় রফিকুল ইসলাম বিনা ভোটে নির্বাচিত হয়ে আছেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী হয়েছেন কাজী আবু বকর সিদ্দিকী (কাজী রিটন)। এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘আমরা নীতিগতভাবে সব প্রযোজক এক। এখন প্রযোজকদের সংকট মুহূর্ত চলছে। আমার চাওয়া প্রত্যেক প্রযোজক যেন কাজ করতে পারেন। সবার অধিকার নিশ্চিত করতে চাই। আমাদের প্রযোজিত নাটকগুলো আন্তর্জাতিকভাবে যাতে স্বীকৃত হয় সেই চেষ্টা আমরা করব। মানসম্মত কাজ আমরা করতে চাই।’
সাধারণ সম্পাদক প্রার্থী সাজু মুনতাসির জানান, সংগঠনের স্বার্থে যা যা ভালো কাজ প্রয়োজন তিনি তা করতে চান। ভোটাররা তরুণদের পক্ষে থাকবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
নির্বাচনে সৈয়দ হাসান ইমাম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁর সহযোগী কমিশনার হিসেবে থাকবেন এস এম মহসিন ও খায়রুল আলম সবুজ।