চুমুর জন্য কাকে বেছে নিচ্ছেন কাপুরকন্যা?

প্রথমবার একসঙ্গে দুই বোনকে দেখা গিয়েছিল টেলিভিশনের পর্দায়। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও বনি কাপুরের কন্যা জাহ্নবী ও খুশি এবার অতিথি হলেন নেহা ধুপিয়ার জনপ্রিয় চ্যাট শোতে। সেখানেই সঞ্চালক নেহা জাহ্নবীকে জিজ্ঞেস করেন, ‘কাকে চুমু দিতে চাও?’ প্রতিক্রিয়া জানিয়েছেন ‘ধড়ক’ তারকাও।
ওই শোর মজার পর্ব ‘সে ইট অর স্ট্রিপ ইট’-এ সঞ্চালক নেহা ধুপিয়া জাহ্নবীকে অবশ্য নির্বাচন করার জন্য অভিনেতার নামও উল্লেখ করেন। বলেন, হালের দুই সেনসেশন কার্তিক আরিয়ান ও ভিকি কুশলের মধ্যে বেছে নিতে বলা হলে কাকে চুমু দিতে চান তিনি? ‘ধড়ক’ অভিনেত্রী সঙ্গে সঙ্গে বেছে নেন ভিকি কুশলকে। বাদ পড়েন যান ‘লুকা চুপি’ অভিনেতা কার্তিক আরিয়ান।
শোনা যাচ্ছে, করণ জোহরের ইতিহাস-আশ্রিত ‘তাখত’ সিনেমায় ভিকি কুশলের সঙ্গে জুটি বাঁধবেন জাহ্নবী কাপুর। এ ছবিতে আওরঙ্গজেবের ভূমিকায় অভিনয় করবেন ভিকি। আর গুঞ্জন সাক্সেনার চরিত্রে দেখা যাবে জাহ্নবী কাপুরকে।
চুমুর জন্য ‘তাখত’ সহ-অভিনেতাকে বেছে নিয়ে সামাজিক মাধ্যমে প্রেমের গুঞ্জন থেকে রেহাই পেলেন জাহ্নবী!
শোনা যাচ্ছে, ‘তাখত’ ছাড়াও হরর কমেডি ‘রুহ-আফজা’ সিনেমায় দেখা যাবে জাহ্নবী কাপুরকে। এতে আরো রয়েছেন রাজকুমার রাও ও বরুণ শর্মা। সূত্র : বলিউড বাবল