জুনে শুরু হচ্ছে ‘বিশ্বসুন্দরী’র শুটিং

ছোটপর্দার গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করছেন। গত ৩ এপ্রিল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ব্যালকনি হলে সংবাদ সম্মেলন করে চয়নিকা চৌধুরী ছবির কলাকুশলীদের নাম ঘোষণা করেন।
ছবির নাম ‘বিশ্বসুন্দরী’। এখানে শোভা চরিত্রে অভিনয় করবেন নায়িকা পরী মণি। তাঁর সহ-শিল্পী হিসেবে থাকবেন নায়ক সিয়াম আহমেদ। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। এ ছাড়া আছেন মনিরা মিঠু ও আনন্দ খালেদসহ অনেকে। ছবির গল্প ও চিত্রনাট্য রুম্মান রশীদ খানের।
নাম ও শিল্পীদের নাম ঘোষণার পর দর্শক চলচ্চিত্রটির দেখার জন্য অপেক্ষা করছেন। ছবিটির শুটিং কবে শুরু হবে জানতে চাইলে এনটিভি অনলাইনকে চয়নিকা চৌধুরী বলেন, ‘জুনে ছবির শুটিংয়ের পরিকল্পনা আমরা করেছি। ১৮ জুন শুটিং শুরু করব। সিনেমার শুটিং করব তাই এবার ঈদের জন্য একটি মাত্র নাটক নির্মাণ করেছি।’
চলচ্চিত্রটি সম্পর্কে চয়নিকা চৌধুরী বলেন, ‘আমি সব সময় প্রেম ও ভালোবাসার নাটক নির্মাণ করেছি। আমার প্রথম ছবির গল্পও ভালোবাসার। অসম্ভব সুন্দর গল্প।’
অন্যদিকে, নায়িকা পরী মণি বলেন, ‘সিয়ামের সঙ্গেও এটা হবে আমার প্রথম কাজ। স্বপ্নজাল ছবি করার পর আমি প্রতিজ্ঞা করেছিলাম ভালো গল্প ও চিত্রনাট্য না পেলে আমি আর কাজ করব না। এই সিদ্ধান্তে এখনো আমি অটল আছি।’
‘বিশ্বসুন্দরী’ ছবিটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।