ইফতার মাহফিলে তারার হাট

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার মাহফিলে ছিল তারকা শিল্পীদের মিলনমেলা। আজ শুক্রবার রাজধানীর রমনায় পুলিশ কনভেনশন হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সেই সময় উপস্থিত ছিলেন হাসান ইমাম, অভিনেতা ও সংসদ সদ্য ফারুক, অভিনেত্রী অপু বিশ্বাস, পপি, আমিন খান, মুনমুন, রেসি, বিপাশা, বিদ্যা সিনহা মীম, আঁচল, শিরীন শিলা, সায়মন, সানজু, মাহিয়া মাহি, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, অরুনা বিশ্বাস প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজান, নায়করাজ রাজ্জাকের দুইছেলে বাপ্পারাজ ও সম্রাটসহ চলচ্চিত্র শিল্পের কলাকুশলীরা।
ইফতার মাহফিল প্রসঙ্গে নায়ক জায়েদ খান বলেন, ‘আমাদের ইফতার মাহফিল মানে মিলনমেলা। ইফতারকে কেন্দ্র করে প্রতিবছরই আমাদের সব সহকর্মী ও বন্ধুর সঙ্গে দেখা হয়। আমরা যাঁদের দেখে চলচ্চিত্রে এসেছি, তাঁরাও এসে আমাদের সঙ্গে ইফতার করেন। আগামীতে যাঁরা কাজ করবেন, তাঁদের সঙ্গে আইকনদের মিলনমেলায় পরিণত হয় এই ইফতার মাহফিল।’
জায়েদ আরো বলেন, ‘আমরা ইফতার মাহফিলের আয়োজন এফডিসিতে করতে পারতাম। তবে আমাদের শিল্পীদের মধ্যে অনেকের বয়স হয়েছে, যাঁরা গরম সহ্য করতে পারেন না। আরেকটি বিষয় হচ্ছে নিরাপত্তা। এই পুলিশ কনভেনশন হলটি আমাদের কাছে নিরাপদ মনে হয়েছে। সব শিল্পীকে আমি ধন্যবাদ জানাই এখানে আসার জন্য।’
ইফতার মাহফিলে তারকা শিল্পীরা ছাড়াও উপস্থিত ছিলেন চলচ্চিত্রের অনেক পরিচালক, প্রযোজক ও কলাকুশলীরা।