সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিয়ে কাঁদলেন পুতুল
সাজিয়া সুলতানা পুতুল সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত। গানের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটাতেন ভীষণ ভালোবাসেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।
গতকাল শুক্রবার সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সেসব শিশুদের সঙ্গে তোলা ছবি শেয়ার করে পুতুল লিখেছেন, ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে! ঈদের পোশাক পেয়ে আনন্দে আত্মহারা শিশুদের মুখের হাসি দেখে জল এসেছে চোখে। যে যার সাধ্য অনুযায়ী শিশুদের পাশে থাকতে পারলে তবেই না ঈদের আনন্দ সবার হবে।’
এ বিষয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা হয় পুতুলের। তিনি বলেন, ‘শিশুদের আনন্দ দেখে আমি ভীষণ তৃপ্তি পেয়েছি। আবার খুশিতে আমার চোখে পানি চলে এসেছিল।’
ঈদ উপলক্ষে শিশুদের জামা, ঘড়ি ও মেকআপ বক্স দিয়েছেন বলে জানান পুতুল। তিনি বলেন, “গতকাল ‘মজার স্কুল’-এর পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছিল। এই স্কুল আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে শিশুদের আমি প্রায় সাধ্যমত দান করে থাকি। আমার ভালো লাগে।”
এদিকে, আসন্ন ঈদে পুতুলের নতুন কোন গান মুক্তি পাচ্ছে না। তবে ঈদে গান না আসলে জুলাইতে পুতুলের বের হবে নতুন গান। এমন খবরই জানিয়েছেন এই শিল্পী।