ঈদের দিনে এনটিভির বিশেষ আয়োজন
ঈদুল ফিতর উপলক্ষে এনটিভি সাত দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সাত দিনের অনুষ্ঠানমালায় নাটক, টেলিফিল্ম, ছোটদের অনুষ্ঠানসহ থাকছে নানা আয়োজন। চলুন জেনে নিই, আগামীকাল ঈদের দিন কী কী অনুষ্ঠান থাকবে এনটিভির পর্দায়।
ঈদ মোবারক
সকাল ৮টায় প্রচারিত হবে ইসলামী অনুষ্ঠান ‘ঈদ মোবারক’। সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের জামাত সরাসরি দেখানো হবে।
নির্বাচিত নাট্য সপ্তক
সকাল ৯টায় প্রচারিত হবে নাটক ‘ক্লিক ক্লিক’। শাফায়েত মনসুর রানা পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, স্বাধীন খসরু, হোমায়রা হিমু, লিটু আনাম, হাসান মাসুদ প্রমুখ।
বাংলা ছায়াছবি ‘ওয়ার্নিং’
সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে চলচ্চিত্র ‘ওয়ার্নিং’। শাফিউদ্দিন সাফি পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, রুবেল, মিশা সওদাগর প্রমুখ।
টেলিফিল্ম ‘এক হৃদয়হীনা’
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম এক হৃদয়হীনা। রচনা ও পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে অভিনয় করেছেন অপূর্ব, অর্ষা, আলিফ, সাবেরী আলম, সাবিহা জামান, মোতালেব প্রমুখ।
শিশুতোষ ম্যাগাজিন ‘আকাশ ভরা তারা’
৫টা ১৫ মিনিটে শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান আকাশ ভরা তারা অনুষ্ঠিত হবে। উপস্থাপনা করেছে ঋদ্ধ। প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ মোস্তফা।
ধারাবাহিক নাটক ‘ রং চা’
৬টা ১০ মিনিটে প্রচারিত ‘রং চা’ নাটকের প্রথম পর্ব। এজাজ মুন্নার রচনায় এটি পরিচালনা করেছেন অসীম গোমেজ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, ইন্তেখাব দিনার, আরফান আহমেদ, নাঈম, ফারহানা মিলি, মৌটুসী, অর্ষা, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম, ফারুক আহমেদ, শিখা মৌ, তারিক স্বপন প্রমুখ।
ধারাবাহিক নাটক ‘সৌদি গোলাপ’
৬টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ‘সৌদি গোলাপ’ ধারাবাহিক নাটকের প্রথম পর্ব। লিখেছেন বৃন্দাবন দাশ। পরিচালনা করেছেন সাগর জাহান। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা, আরফান আহমেদ, প্রাণ রায়, সাজু খাদেম, শাহনাজ খুশী, রিমু রেজা খন্দকার, মাসুদ হারুন, কাদেরী, রেজা জামান প্রমুখ।
নাটক ‘আমার হাতটা একটু ধরো’
রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘আমার হাতটা একটু ধরো’। এটি রচনা ও পরিচালনা করেছেন এস এ হক অলীক। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর, স্নিগ্ধা মোমিন, ইলোরা গহর, খায়রুল বাশার প্রমুখ।
নৃত্যানুষ্ঠান ‘ডান্স ডান্স’
রাত ৯টা৫ মিনিটে প্রচারিত হবে নৃত্যানুষ্ঠান ‘ডান্স ডান্স’। কোরিওগ্রাফি করেছেন সায়েদা শায়লা। প্রযোজনা করেছেন ওয়াহিদুল ইসলাম। অংশগ্রহণ করেছেন শায়লা আহমেদ, আহমেদ লীমা প্রমুখ।
ধারাবাহিক নাটক ‘মতলব’
রাত ৯টা৪৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘মতলব’-এর প্রথম পর্ব। এটি রচনা ও পরিচালনা করেছেন মীর সাব্বির। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, অহনা, ঊর্মিলা, ফারজানা চুমকি, এনি খান, ওয়াহিদা মল্লিক জলি, মাসুম বাশার, আব্দুল্লাহ রানা, মাজনুন মিজান, মিলন ভট্টাচার্য্য, গুলশান আরা প্রমুখ।
নাটক ‘ভাই, পারলে মাফ করবেন’
রাত ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘ভাই, পারলে মাফ করবেন’। আমিনুল ইসলাম অনীকের গল্পে চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সাবিলা নূর, সাইদ জামান শাওন প্রমুখ।