৬ দিনে সালমানের সিনেমার আয় ১৬০ কোটি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/06/11/photo-1560236244.jpg)
বক্স অফিস সংগ্রহে পতন এলো ষষ্ঠ দিনে। আগের দিনগুলোর তুলনায় গতকাল বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ভারত’ কম আয় করেছে।
ভারতের বক্স অফিস সূত্র বলছে, রোববারের আয়ের চেয়ে ৫৫ শতাংশ কমেছে সোমবার। ছয় দিনে সর্বসাকল্যে ‘ভারত’-এর সংগ্রহ দাঁড়িয়েছে ১৬০ কোটি রুপির মতো।
সালমান খান, ক্যাটরিনা কাইফ আর আলি আব্বাস জাফরের যৌথতা যে সিনেপ্রেমীরা বারবার লুফে নেবেন, ‘ভারত’ দিয়ে তা আরেকবার প্রমাণ হয়েছে। এবারের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া হিন্দি চলচ্চিত্রটি বক্স অফিসে এ পর্যন্ত ভালো ব্যবসা করেছে। এর আগে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটিও দারুণ ব্যবসা করেছিল।
গত ৫ জুন মুক্তি পায় চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ভারত’। সুপারস্টার সালমান খান আর আবেদনময়ী ক্যাটরিনার রসায়ন এবারও ভক্তের হৃদয় জয় করে নিল। আর তার প্রভাব পড়ছে বক্স অফিসেও। মুক্তির মাত্র চার দিনেই ভারতের বক্স অফিসে ‘ভারত’ অতিক্রম করে ১০০ কোটির মাইলফলক। পাঁচ দিনে ছোঁয় ১৫০ কোটির মাইলফলক। তবে ষষ্ঠ দিনে সংগ্রহ কমেছে।
ভারতে ক্রিকেটের উন্মাদনা সম্পর্কে সবাই কমবেশি ওয়াকিবহাল। এখন বিশ্বকাপ চলছে। তা সত্ত্বেও বক্স অফিসে ভালো ব্যবসা করছে ‘ভারত’। এমন মত চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শেরও।
#Bharat had a solid *extended* opening weekend... Thunderous Day 1 and 2 [#Eid festivities]... Maintained consistency from Day 3 to 5 [₹ 20 cr+ on all days]... Two crucial cricket matches #CWC19 - on Wed [#INDvSA] and Sun [#INDvAUS] - made a significant dent in biz.
— taran adarsh (@taran_adarsh) June 10, 2019
ভারতের বক্স অফিসে মুক্তির দিন বুধবার ‘ভারত’ আয় করে ৪২.৩০ কোটি রুপি, বৃহস্পতিবার ৩১ কোটি রুপি, শুক্রবার ২২.২০ কোটি রুপি, শনিবার ২৬.৭০ কোটি রুপি ও রোববার আয় করে ২৭.৯০ কোটি রুপি।
#Bharat Wed 42.30 cr, Thu 31 cr, Fri 22.20 cr, Sat 26.70 cr, Sun 27.90 cr. Total: ₹ 150.10 cr. India biz... After a glorious start, #Bharat needs to score on weekdays... Mon-Thu biz will give an idea of lifetime biz... Will emerge second highest grosser of 2019 today [Day 6].
— taran adarsh (@taran_adarsh) June 10, 2019
৫ জুন ভারতের চার হাজার ৭০০ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি দেওয়া হয় ‘ভারত’। এ ছবিতে ছয়টি ভিন্ন চেহারায় আবির্ভূত হয়েছেন সুপারস্টার সালমান। তরুণ থেকে ৬০ বছরের বৃদ্ধ লুকে আবির্ভূত এ মহাতারকা। ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পরে এ ছবি দিয়ে ক্যাটরিনা কাইফের সঙ্গে পুনর্মিলন হলো সালমানের।
দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর অফিশিয়াল রিমেক ‘ভারত’। ষাটের দশকের সার্কাসের ওপর নির্মিত এ ছবি। একজন সাধারণ মানুষের জীবনকে কেন্দ্র করে ভারতের ইতিহাসও বর্ণিত এ সিনেমায়।
‘ভারত’ যৌথভাবে প্রযোজনা করেছেন অতুল অগ্নিহোত্রী, আলভিরা খান অগ্নিহোত্রী, ভূষণ কুমার, কৃষান কুমার, নিখিল নমিত ও সালমান খান। সূত্র : হিন্দুস্তান টাইমস