নর্দমার পাশে এ কোন মেহজাবীন?
ছোট পর্দায় নতুন নতুন রূপ ও চরিত্র নিয়ে নিয়মিত হাজির হচ্ছেন মেহজাবীন চৌধুরী। হালের আলোচিত এই অভিনেত্রী প্রথমবারের জীর্ণ রূপে অভিনয় করছেন একটি নাটকে। নাম ‘পতঙ্গ’।
গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নাটকের একটি স্থিরচিত্র শেয়ার করে মেহজাবীন লিখেছেন ‘পতঙ্গ’।
ছবিতে দেখা যায়, ময়লা পানির ধারে পাগলীর বেশে বসে আছেন তিনি। পুরো ছবিতে ফুটে ওঠেছে অসহায়ত্বের ছাপ। ছবিতে লাইক পড়েছে ১৯ হাজার। ১৬২ জন শেয়ার করেছেন ছবিটি। সবাই বিস্মিয় ছবিটি দেখে। মন্তব্যের ঘরও বেশ ভারী।
হাসিবুল ইসলাম শুভ নামে একজন লিখেছেন, ‘সত্যি আপু অসাধারণ কিছু একটা পেতে যাচ্ছি। যা সব কিছুকে হার মানাবে।’
আর একজন লিখেছেন, ‘এটাই অভিনয়’।
বর্তমানে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে। এদিকে, গেল ঈদেও ‘বড় ছেলে’ খ্যাত অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বেশকিছু নাটক আলোচিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য নাটকগুলো হলো, ‘ভাইয়া’, ‘২২ শে এপ্রিল’, ‘শেষটা সুন্দর’, ‘মুঠো ফোন’, ‘প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা’, ‘টম এন্ড জেরি ২’, ‘আনোয়ার দ্য প্রোডাকশন বয়’, ‘এই শহরে ভালোবাসা নেই’, ‘আগুন’ ইত্যাদি।