‘ভালোবাসতে মন লাগে’ মুক্তি পাচ্ছে আগামীকাল

জাতীয় খেলা কাবাডিকে উপজীব্য করে গড়ে উঠা গল্পের সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগত হৃদয় চৌধুরী ও নির্জনা। আগামীকাল মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি। কালাম কায়সার পরিচালিত ছবিটির নাম ‘ভালোবাসতে মন লাগে’।
পরিচালক কালাম কায়সার বলেন, ‘খেলাধুলা নিয়ে বাংলাদেশে খুব একটা চলচ্চিত্র দেখা যায় না। তবে খেলা কিন্তু এ দেশের মানুষের রক্তে মিশে আছে। ফলে খেলা নিয়ে চলচ্চিত্র তৈরি হলে তা যে দর্শকদের মন ছুঁয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। দর্শকদের মন ছুঁয়ে দিতেই কাবাডি নিয়ে আমার এই চলচ্চিত্র নির্মাণ। এই চলচ্চিত্র নির্মাণে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’
অভিনেতা হৃদয় বলেন, ‘ছোটবেলা থেকেই চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা ছিল। এতদিন চলচ্চিত্রের জন্য নিজেকে তৈরি করেছি। আমি অনেক কষ্ট করে এই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছি। আমি আমার প্রতিটি কাজে আমার শতভাগ দেওয়ার চেষ্টা করি। দেশে জাতীয় খেলা কাবাডি নিয়ে নির্মিত এই চলচ্চিত্র আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’
এ সিনেমায় মোট পাঁচটি গান রয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন- মমতাজ, ন্যান্সি, বেবী নাজনীন, কোনাল ও রুপম। সংগীতায়োজন করেছেন ফিরোজ প্লাবন। অন্যদিকে সিনেমাটির টাইটেল গান ‘ভালোবাসতে মন লাগে’তে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ন্যান্সি ও রুপম। এ ছবিতে হৃদয় ও নির্জনা ছাড়াও আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, আসিফ ইকবাল, পূজা, গুলশান আরা বেগম, সিমান্ত প্রমুখ।