অসুস্থ সৌমিত্র চট্টোপাধ্যায় হাসপাতালে ভর্তি
কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অসুস্থ। শ্বাসকষ্টজনিত কারণে আজ বুধবার সকাল ৯টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রখ্যাত এ অভিনেতাকে।
ভারতীয় গণমাধ্যম জি নিউজ প্রতিবেদনে জানিয়েছে, বুধবার সকালে গলফ গ্রিনের নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র। তৎক্ষণাৎ তাঁকে রুবি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। চিকিৎসক সুনিপ বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে রয়েছেন সৌমিত্র।
হাসপাতাল সূত্র জানায়, অভিনেতার স্বাস্থ্যের বর্তমান অবস্থা বুঝতে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। তবে চিকিৎসকদের ধারণা, শরীরে আয়োডিনের অভাবই ভোগাচ্ছে এ তারকা অভিনেতাকে।
হাসপাতাল সূত্র জনায়, এ অভিনেতার আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। এর সঙ্গে বার্ধক্যজনিত অসুস্থতা যোগ হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে।
১৯৩৫ সালে জন্ম নেওয়া এই গুণী অভিনেতার ক্যারিয়ার, গুণাবলি আর প্রাপ্তির হিসাব বলতে যাওয়া খুবই নিরর্থক প্রচেষ্টা। তিনি একাধারে অভিনেতা, কবি ও আবৃত্তিকার। ছোটপর্দা, বড়পর্দা, এমনকি মঞ্চেও সাবলীল তিনি। অসংখ্য পুরস্কার রয়েছেন তাঁর ঝুলিতে।