আরিফিন শুভর সঙ্গে ‘সাপলুডু’ খেলতে চান?

বাংলাদেশের বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় মুখ আরিফিন শুভ। শুরুটা মডেলিং দিয়ে। এরপর টিভি শো। পরে চলচ্চিত্র দুনিয়ায়। ২০১০ সালে ‘জাগো’ দিয়ে ঢালিউডে অভিষেক হলেও ‘তারকাঁটা’ ও ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে সিনেপ্রেমী ও চলচ্চিত্রবোদ্ধাদের মন জয় করেন। ‘ঢাকা অ্যাটাক’ শুভকে তারকাখ্যাতি এনে দেয়। সেই শুভ এবার ভক্ত ও দর্শকের সঙ্গে ‘সাপলুডু’ খেলতে চান। খেলবেন?
আসছে ২৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমায় জুটি বেঁধেছেন হালের দুই তারকা আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। শুভর সঙ্গে খেলতে চাইলে সিনেপ্রেমীদের যেতে হবে প্রেক্ষাগৃহে।
সম্প্রতি এনটিভি অনলাইনের সঙ্গে কথা হয় আরিফিন শুভর। অভিনয়ে আসা থেকে আসন্ন ছবির গল্প হলো তাঁর সঙ্গে। বললেন, ‘ছোটবেলা থেকেই পারফর্ম করার আগ্রহ ছিল। মডেলিং দিয়ে শুরু, এরপর টেলিভিশনে কাজ—সব সময়ই ক্রিয়েটিভ সেক্টরে কাজ করার একটা ইচ্ছে ছিল। সেখান থেকেই অভিনয়ে আসা।’
পছন্দের পরিচালক ছাড়া ছবিতে চুক্তিবদ্ধ হন না আরিফিন শুভ। এরপর ছবির গল্প দেখেন। তাঁর ভাষায়, ‘প্রথমত পরিচালক, দ্বিতীয়ত গল্প, তৃতীয়ত ছবির টিম। বা বাজেটও বলতে পারেন,’ বলেন শুভ। কোনো চলচ্চিত্রের সঙ্গে চুক্তি করার আগে এই তিনটিকেই প্রাধান্য দেন শুভ।
‘সাপলুডু’র গল্প সম্পর্কে জিজ্ঞেস করা হলে এ তারকা বলেন, ‘সাধারণত সাসপেন্স বা থ্রিলার ছবির গল্প আগে থেকে কিছু বলা যায় না। কিন্তু এটুকু বলতে পারি, এটি পলিটিক্যাল থ্রিলার। টানটান উত্তেজনার গল্প—কী হবে কী হবে টাইপের একটা গল্প। দেশীয় প্রেক্ষাপটে তৈরি একটি পলিটিক্যাল থ্রিলার। বাকিটুকু হলে গিয়ে দেখতে হবে।’
সহ-অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ আরিফিন শুভ। বললেন, ‘মিমের অভিনয় নিয়ে নতুন করে কিছুই বলার সেই। নিঃসন্দেহে সে অন্যতম সেরা অভিনয়শিল্পী। মানুষ হিসেবেও সে দারুণ। ওর সঙ্গে সব সময়ই কাজ উপভোগ করেছি। আর ও খুব ভালো বন্ধু আমার।’
আক্ষরিক অর্থেই আরিফিন শুভ বহুবার সাপলুডু খেলেছেন। তো, খেলার সময় গুটি সাপের মুখে পড়লে কেমন লাগে? শুভর উত্তর, ‘তখন শুধু এটাই ভাবি—যে চালটা চেলেছি, সেটা না চেলে যদি অন্য চাল দেওয়া যেত, তাহলে আর সাপের মুখে পড়তে হতো না।’
দর্শক ‘সাপলুডু’ কেন দেখবে? শুভ বলেন, ‘এ ছবি দেখবার অনেকগুলো কারণ আছে। প্রথমত, পরিচালক দোদুল ভাইয়ের কথা বলব। অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে থাকলেও এটা তাঁর প্রথম ছবি। অনেক ভেবেচিন্তেই এ ছবিটি তিনি বানিয়েছেন। এ ছাড়া রয়েছে ছবির গল্প ও বলার ধরন। তৃতীয়ত, এ ছবিতে যতজন শিল্পী রয়েছেন—আমি, মিম, লাভলু ভাই, শতাব্দীদা, মারজুক ভাই, রুনা—কে নেই এ ছবিতে। আমি মনে করি, এটা তারকাবহুল ছবি এবং বেশ বড় বাজেটের। আমি নিশ্চিত, দর্শক এ ছবি মিস করবে না।’
দর্শক ও ভক্তদের উদ্দেশে শুভ বলেন, “সব সময় আপনারা আমার কাজের প্রশংসা করেছেন, ভালোবেসেছেন। সেই ধারাবাহিকতায় ‘সাপলুডু’ আসছে। আমি বিশ্বাস করি, আপনাদের ভালোবাসা আগেও পেয়েছি অন্যান্য ছবিতে, ‘সাপলুডু’তেও আপনাদের অনেক ভালোবাসা পাব।”
‘সাপলুডু’ ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, সালাউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে। ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বেশ কিছু লোকেশনে এ ছবির শুটিং হয়েছে।