প্রযোজকদের ‘কঠোর’ হতে বললেন ‘জ্যাম’ পরিচালক নেয়ামুল

রাজধানীর সড়কে জ্যামে আটকে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে নানা ভোগান্তিতে পড়েননি এমন ঢাকাবাসী খুব কমই আছেন। এরই মধ্যে কত ঘটনা। কত হৃদয়বিদারক দুর্ঘটনাও ঘটে চলেছে। সেসব গল্প নিয়েই আসছে চলচ্চিত্র ‘জ্যাম’। পুরোদমে চলছে শেষ দিকের শুটিং।
‘জ্যাম’ চলচ্চিত্রের দৃশ্যধারণের কাজ প্রায় শেষ। আর কুড়ি শতাংশ হলেই ছবিটি নিয়ে সম্পাদনার টেবিলে বসবেন ‘এক কাপ চা’খ্যাত পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন বাংলাদেশের আরিফিন শুভ ও পূর্ণিমা এবং কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অতিথি চরিত্রে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।
সম্প্রতি নিজের অংশের দৃশ্যধারণ করতে ঢাকায় এসেছেন ঋতুপর্ণা। মঙ্গলবার থেকে বিএফডিসিতে চলছে শুটিং। গতকাল (২৫ সেপ্টেম্বর) সেটে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বললেন পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল। জানালেন, ছবির অগ্রগতি সম্পর্কে।
ছবির গল্প সম্পর্কে খুব একটা মুখ খুললেন না পরিচালক। তবে বললেন, ‘এটা আমাদের প্রাত্যহিক জীবনের গল্প। আমরা রাস্তায় জ্যামে আটকাই। অনেক ঘটনার মুখোমুখি হই। অনেক সমস্যার মুখোমুখি হই। বিশাল ক্রাইসিসও তৈরি হয়। একটা দুর্ঘটনা ঘটে। এভাবেই গল্প এগিয়ে যায়।’ নেয়ামুল চান, দর্শক ছবিটি হলে দেখুক। হেসে বললেন, ‘সব বলে দিলে তো দর্শক হলে যাবে না।’
‘জ্যাম’ চলচ্চিত্রের কাজের ৮০ শতাংশ শেষ। এই শিডিউলেই পুরো কাজ শেষ করতে চান নেয়ামুল। ছবির বাজেটও বেশ ভালো। জানালেন, বাজেট প্রায় দুই কোটি টাকা। পরিচালকের আশা, চলতি বছরের ডিসেম্বরেই বড়পর্দায় উঠবে ছবিটি।
দর্শকের হৃদয়দুয়ারে চলচ্চিত্র পৌঁছে দেওয়ার জন্য প্রেক্ষাগৃহ নির্মাণের তাগিদ দিলেন চিত্রপরিচালক নেয়ামুল। এই শিল্পের উন্নয়নে তাঁর জোর দাবি, অবশ্যই ৬৪ জেলায় ৬৪টি সিনেপ্লেক্স নির্মাণ করতে হবে। তাঁর আরো দাবি, ‘একটা নীতিমালা করতে হবে—এক জায়গা থেকে ছবির স্ক্রিনিং হবে; প্রযোজক সিদ্ধান্ত নেবেন, হলে ছবিটি চালালে প্রযোজকের কাছে আগে সরাসরি টাকাটা আসতে হবে। পরে প্রযোজক হলকে টাকা দেবে। না হলে জীবনেও চলচ্চিত্রের উন্নয়ন হবে না। হল মালিকদের কাছে টাকা চলে গেলে উনারা বলবেন, ছবির টিকেট বিক্রি হয়নি। তখন কী করবেন? মারামারি করবেন? প্রযোজক সিদ্ধান্ত নেবেন, আমি এই জায়গা থেকে একশটা হলে ছবি ছাড়ব। হল মালিকদের বলবেন, এত টাকা হলে ছবিটি দেব, নইলে দেব না।’
নেয়ামুলের মতে, শুধু প্রেক্ষাগৃহই নয়, চলচ্চিত্র মুক্তির জন্য এখন অনেক মাধ্যম তৈরি হয়েছে। ভালো ছবি হলে নেটফ্লিক্স, বঙ্গবিডি, রিংআইডি, বায়োস্কোপ, অ্যামাজনসহ অনেক মাধ্যমে ছবি বিক্রি করা যায়। সেখান থেকে ভালো অর্থও পাওয়া যায়। তাই হল মালিকদের মুখাপেক্ষী হওয়ার কোনো কারণ দেখেন না এই পরিচালক।
প্রযোজকদের আরো শক্তিশালী অবস্থান নেওয়ার আহ্বান জানান পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল। তাঁর ভাষায়, ‘প্রযোজক যদি একটু স্ট্রং হন—হলে আমি ছবি দিলাম না, যার সঙ্গে আমার মিলবে, তাকেই দিলাম। এই জায়গাগুলোতে উন্নয়ন হলে রাতারাতি চিত্র পাল্টে পাবে।’
নঈম ইমতিয়াজ নেয়ামুলের প্রথম চলচ্চিত্র ‘এক কাপ চা’। ছবিটি দর্শকের হৃদয় ছুঁয়েছিল। তাঁর আশা, আসন্ন চলচ্চিত্র ‘জ্যাম’ও দর্শকের হৃদয়ে ঝড় তুলবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গল্প অবলম্বনে নেয়ামুল নির্মাণ করছেন ‘গাঙচিল’। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ফেরদৌস ও পূর্ণিমা। এ ছবিতেও অতিথি চরিত্রে থাকছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এ ছাড়াও রয়েছেন তারিক আনাম খান, আনিসুর রহমান মিলনসহ অন্যরা। পরিচালক জানালেন, এরই মধ্যে ছবির অর্ধেক কাজ শেষ হয়েছে। মুক্তি পেতে পারে আগামী বছরের শুরুর দিকে। শুটিং স্পট নোয়াখালী।