কালো বিকিনিতে সমুদ্রসৈকতে উষ্ণতা ছড়ালেন কৃষ্ণা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/09/27/photo-1569571421.jpg)
বলিউড তারকা টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়। তাঁর যেকোনো পোস্টে নেটিজেনদের সাড়া চোখে পড়ার মতো।
ইন্ডিয়া টিভি নিউজের অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি কালো বিকিনি পরা কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ঝড় তুলেছেন কৃষ্ণা। ছবিতে বয়ফ্রেন্ড ইবান হেইমসের সঙ্গে দারুণ কিছু মুহূর্ত কাটাতে দেখা যায় তাঁকে।
এই যুগল ছুটি কাটাতে কয়েকটি সমুদ্রসৈকতে ঘুরে বেড়াচ্ছেন। সেখান থেকেই কৃষ্ণা দুজনের ভালোবাসাপূর্ণ কিছু ছবি শেয়ার করেছেন।
ছবিগুলোতে কালো বিকিনি পরিহিত কৃষ্ণাকে তাঁর বয়ফ্রেন্ড ইবান হেইমসের হাত ধরে সমুদ্রসৈকতে হাঁটতে দেখা যায়। কৃষ্ণার শরীরে এ সময়ে বেশকিছু রঙিন ট্যাটু দেখা যায়।
ছবিগুলোতে কৃষ্ণা-ইবানের ভালোবাসা দারুণভাবে ফুটে উঠেছে। পোস্টের ক্যাপশনে বয়ফ্রেন্ড সম্পর্কে লিখতে গিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন কৃষ্ণা। ছবিগুলো প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনরা কৃষ্ণার ট্যাটুর প্রতি মুগ্ধতা প্রকাশ করেন।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কৃষ্ণা বলেন, ‘ইবান সিনেমাতে আগ্রহী। এই মুহূর্তে সে খেলাধুলা এবং র্যাপ ও হিপহপ গান নিয়ে ব্যস্ত।’
সম্পর্ক নিয়ে বেশ গোপনীয়তা রক্ষা করে থাকেন অনেকেই। তারকাদের বেলায় তো এর মাত্রা আরো বেশি। তবে কৃষ্ণা শ্রফ এ ব্যাপারে অনেকটাই ব্যতিক্রম। নিজেই প্রকাশ্যে আনলেন সম্পর্কের বিষয়টি। কৃষ্ণা শ্রফ ও ইবান হেইমস চার মাস হলো ডেট করছেন। সম্প্রতি গুঞ্জন ওঠে তাঁরা দুজন গোপনে বিয়ে করেছেন, কিন্তু গণমাধ্যমে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে কৃষ্ণা সে গুঞ্জন একেবারেই উড়িয়ে দিয়েছেন।