নিরাপদ সড়ক দিবসের কারণে পিছিয়েছে শিল্পী সমিতির নির্বাচন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/09/30/photo-1569824786.jpg)
প্রতিবছর ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়। যে কারণে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ১৮ অক্টোবর পরিবর্তন হয়েছে। শিল্পী সমিতির নির্বাচনের নতুন তারিখ ২৫ অক্টোবর। বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
ইলিয়াস কাঞ্চন বলেন, “গত ২৬ বছর ধরেই আমি নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছি। ২০১৭ সালের ৫ জুন মন্ত্রিপরিষদের সভায় সর্বসম্মতিক্রমে স্বীকৃতি দেওয়া হয়েছে। এ বছর তৃতীয়বারের মতো দেশব্যাপী সরকারিভাবে ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ হিসেবে পালিত হবে। যে কারণে সে সময়ে নিরাপদ সড়ক দিবস নিয়ে আমার সরকারি কিছু কাজে যোগ দেওয়ার সম্ভাবনা আছে। তাই শিল্পী সমিতির নির্বাচনের তারিখ এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। সবার সঙ্গে কথা বলে আমরা নির্বাচনের তারিখ এক সপ্তাহ পিছিয়ে দিয়েছি। আগে যে তারিখ ঘোষণা করা হয়েছিল ১৮ অক্টোবর। এখন পরিবর্তন করে শিল্পী সমিতির নির্বাচনের নতুন তারিখ ২৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।”
গতবারের মতো এবারও এক প্যানেল থেকে নির্বাচন করবেন মিশা সওদাগর ও জায়েদ খান। আর অন্য প্যানেল থেকে থাকবেন চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী ও ছোট-বড়পর্দার জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব। এর বাইরেও একটি প্যানেলের কথা শোনা যাচ্ছে। তবে চূড়ান্ত প্যানেল ঘোষণা এবং মনোনয়ন জমা না দেওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত নয়।
২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ এবং মরহুমা জাহানারা কাঞ্চনের ২৬তম মৃত্যুবার্ষিকী, যার অকালমৃত্যুতে সড়ককে নিরাপদ করার এই সামাজিক আন্দোলনের জন্ম।
সরকার ২২ অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ হিসেবে ২০১৭ সালের ৫ জুন মন্ত্রিপরিষদের সভায় সর্বসম্মতিক্রমে স্বীকৃতি দিয়েছে। এ বছর তৃতীয়বারের মতো দেশব্যাপী সরকারিভাবে ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালিত হবে।