মুম্বাইয়ের বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছেন সালমান?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/10/14/photo-1571073892.jpg)
বলিউড সুপারস্টার সালমান খান আর তাঁর মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট সম্প্রতি বারবারই উঠে আসছে আলোচনায়। এ সপ্তাহেই মুম্বাইয়ে ভাইজানের ওই বাসস্থানকে ঘিরে বিক্ষোভ করেছেন কিছু লোক। যদিও তাঁদের ইস্যু ছিল রিয়েলিটি শো বিগ বস। তবে এবার সালমানের ওই অ্যাপার্টমেন্ট সংক্রান্ত খবরই শিরোনামে এসেছে।
সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, মুম্বাইয়ের ওই অ্যাপার্টমেন্ট ছেড়ে দিচ্ছেন সালমান, সম্প্রতি এমন গুঞ্জন উঠে বেশ জোরেশোরেই। তবে কোথায় যাচ্ছেন তিনি, এমন প্রশ্নও ওঠে সর্বত্র। সালমানের পরবর্তী পদক্ষেপ নিয়ে ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয় তাঁর ভক্ত-শুভানুধ্যায়ীসহ সবার মধ্যে।
তবে প্রতিবেদনে বলা হয়, সব জল্পনা-কল্পনাকে তুড়ি মেরেই উড়িয়ে দেবেন সালমান। শৈশবের স্মৃতিঘেরা ওই অ্যাপার্টমেন্ট ছেড়ে কোথাও যাচ্ছেন না তিনি। খান পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে।
জানা যায়, এই অ্যাপার্টমেন্টেই জন্ম সুপারস্টার সালমান খানের। শুধু তা-ই নয়, এখানেই শৈশব-কৈশোর কাটিয়েছেন তিনি। তাই স্বাভাবিকভাবেই এখান থেকে এখনই কোথাও যাওয়ার ইচ্ছে নেই তাঁর। তবে এই ব্যাপারে ভাইজানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গুঞ্জন রয়েছে, সম্প্রতি আরব সাগরের তীরে জুহুতে একটি বিলাসবহুল বাংলো নির্মাণ করছেন সালমান। নতুন সেই আবাসে সালমান কবে যাচ্ছেন, সে সম্পর্কে কিছু জানা যায়নি।
এদিকে ভারতে সম্প্রতি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৩তম আসরের প্রচার বন্ধের দাবিতে বিক্ষোভ হচ্ছে। ওই অনুষ্ঠানে অশ্লীলতা ছড়ানো হচ্ছে, এই অভিযোগ থেকেই এমন দাবি তাঁদের। বিক্ষোভের সেই উত্তাপ ছড়িয়েছে সালমানের বাড়ি অবধি। এমনকি গত শুক্রবার বিগ বসের সঞ্চালক সালমানের বাড়ির সামনে বিক্ষোভ চলাকালে সেখান থেকে ২০ জনকে আটক করে পুলিশ। সেইসঙ্গে সালমানের বাড়ি ঘিরে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।
যা-ই হোক, সালমানকে আগামীতে ‘দাবাং থ্রি’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন আরবাজ খান ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন প্রভুদেবা। এতে সালমানের বিপরীতে বরাবরের মতো থাকছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা। ছবিটিতে সোনু সুদ ও প্রমোদ খান্নাকেও অভিনয় করতে দেখা যায়। চলতি বছরের ২০ ডিসেম্বর বড়পর্দায় উঠবে ছবিটি।