মান্নার মতো প্রতিবাদী চরিত্রে শাকিব

কাজী হায়াৎ পরিচালিত ৫০তম চলচ্চিত্র ‘বীর’। এই ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো শাকিব খানকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন তিনি। জুলাই মাসে মহরতের মধ্য দিয়ে এফডিসিতে শুরু হয় ছবির শুটিং। ছবিটি প্রযোজনা করছে শাকিব খানের এস কে ফিল্মস। সহপ্রযোজক মোহাম্মদ ইকবাল। ছবিতে নায়ক মান্নার মতো প্রতিবাদী চরিত্রে শাকিব খানকে দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক।
কাজী হায়াৎ এনটিভি অনলাইনকে বলেন, “একসময় আমি ছবির মাধ্যমে মানুষের জীবনের কথা বলেছি। এখন আর সেসব ছবি নির্মাণ করা যায় না। সেন্সর বোর্ড আটকে দেয়। তারপরও আমি ‘বীর’ শিরোনামে একটি নতুন চলচ্চিত্র শুরু করছি। এখানে প্রতীকী অর্থে রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপট তুলে ধরব। মান্নার মতো প্রতিবাদী চরিত্রে দেখা যাবে শাকিব খানকে।”
ইকবাল এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা শাকিব খানের ছোটবেলার অংশের শুটিং করেছিলাম। আগামী মাসের ১ তারিখ থেকে ছবির বাকি শুটিং শুরু করছি। সেখানে শাকিব খানসহ সব শিল্পী উপস্থিত থাকবেন।‘
গত ডিসেম্বরে ছবির একটি গানের সংগীত ধারণের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় চলচ্চিত্র ‘বীর’। ঢাকার মগবাজারের একটি স্টুডিওতে সংগীতটি ধারণ করা হয়। আর এতে কণ্ঠ দেন স্বয়ং শাকিব খান।
চলতি বছর জানুয়ারি মাসে ‘বীর’ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে গুণী পরিচালক কাজী হায়াৎ হঠাৎ অসুস্থ হওয়ার কারণে শুটিং পিছিয়ে যায়। যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসা শেষ করে সম্প্রতি ঢাকায় ফিরেছেন তিনি। গত বছর শুরুতে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে একবার চিকিৎসা নেন কাজী হায়াৎ।
এর আগে ২০০৪ সালে হৃৎপিণ্ডে দুটি রিং বসানো হয়েছিল প্রখ্যাত এই চলচ্চিত্র নির্মাতার। ২০০৫ সালে ওপেন হার্ট সার্জারি করা হয় কাজী হায়াতের। এরপর গত বছরের জানুয়ারিতে আবার হৃৎপিণ্ডে সমস্যা দেখা দিলে বরেণ্য এই নির্মাতা প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের জন্য আবেদন করেন। তারপর চলতি বছর প্রধানমন্ত্রীর কাছ থেকে ১০ লাখ টাকা অনুদান পান কাজী হায়াৎ।