লাল শাড়িতে উষ্ণতা ছড়ালেন সানি লিওনি (ভিডিওসহ)
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/10/25/photo-1571972105.jpg)
আইটেম গানে বলিউড অভিনেত্রী সানি লিওনির উপস্থিতি মানে যেন দর্শকদের পোয়াবারো। নিজের গ্ল্যামার আর অভিনয় প্রতিভার সবটুকু ঢেলে দিয়ে সবাইকে মুগ্ধ করে রাখতে জানেন তিনি। আর তাই সানি মানেই ভিন্ন কিছু। এবারও তার ব্যতিক্রম হলো না।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, এবার ‘মোতিচুর চাকনাচুর’ ছবির একটি আইটেম গানে নেচেছেন সানি। ‘বাতিয়াঁ বুঝা দো’ শিরোনামের ওই গানে সানির বিপরীতে আছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।
সানির উত্তাল নাচে এখন বুঁদ সবাই। ইউটিউবে এরই মধ্যে ভাইরাল হয়েছে গানটি। এতে লাল শাড়িতে বেশ আবেদনময়ী ভঙ্গিমায় দেখা যায় সানিকে। অন্যদিকে ব্যাড বয় ইমেজ নিয়ে হাজির হয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। চলুন দেখে নেওয়া যাক দারুণ ওই ভিডিওটি :
ভিডিওটি এরই মধ্যে সাড়ে নয় লাখের বেশিবার দেখা হয়েছে। এতে লাইক পড়েছে ৪০ হাজারেরও বেশি। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘সানি লিওনিকে আকর্ষণীয় লাগছে।’ আরেক নেটিজেন লেখেন, ‘শাড়িতে সানিকে খুব সুন্দর দেখায়।’
আগামী ১৫ নভেম্বর বড়পর্দায় উঠবে দেবামিত্রা বিসওয়াল পরিচালিত ‘মোতিচুর চাকনাচুর’ ছবিটি। কমেডি-ড্রামাভিত্তিক এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। এ ছাড়া এতে আরো অভিনয় করছেন আথিয়া শেঠি।
ছবিতে নওয়াজকে ৩৬ বছর বয়সী একজন বিয়েপাগল ব্যক্তির ভূমিকায় দেখা যাবে। এখন দেখার বিষয়, মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি বক্স অফিসে কতটা সাড়া ফেলতে পারে।