সুখবর দিলেন জয়া

অভিনেত্রী জয়া আহসানের জয়রথ যেন থামছেই না। একের পর এক সাফল্যের দেখা পেয়ে আসছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। ক্যারিয়ারে দারুণ সময় পার করা এই অভিনেত্রী এবার সুখবর দিলেন সবাইকে।
গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জয়া লেখেন, “‘কণ্ঠ’ আসছে... বাংলাদেশে। খুব শীঘ্রই...।” পোস্টে ছবির পোস্টারও শেয়ার করেন এই অভিনেত্রী।
জানা যায়, জয়া আহসান অভিনীত ‘কণ্ঠ’ ছবিটি শিগগিরই আসছে বাংলাদেশে। ভারতে মুক্তি পাওয়া ওই ছবিটি পরিচালনা করেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। বেশ ব্যবসাসফল ওই ছবিটি মুক্তির ১১ দিনেই আয় করে দুই কোটি রুপিরও বেশি।
আলোচিত ওই ছবিটি পশ্চিমবঙ্গের একাধিক সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। এমনকি মালয়ালাম ভাষাতেও রিমেক হচ্ছে ছবিটি। এবার দর্শকপ্রিয় ছবিটি দেখার সুযোগ পাবেন বাংলাদেশের দর্শক। জয়া আহসান ছাড়াও ভারতের খ্যাতিমান অভিনেত্রী পাওলি দাম অভিনয় করেছেন ছবিটিতে।
জানা যায়, শিগগিরই বাংলাদেশের সিনেমা হলগুলোতে মুক্তি পেতে যাচ্ছে ‘কণ্ঠ’ ছবিটি। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় আগামী মাসেই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। বর্তমানে সেন্সর বোর্ডের অনুমোদন পাওয়ার অপেক্ষায় আছে এটি।
পত্রপত্রিকার খবর, চুক্তি অনুযায়ী ‘কণ্ঠ’ ছবিটির বিনিময়ে বাংলাদেশ থেকে কলকাতায় যাচ্ছে জয়া আহসান অভিনীত ছবি ‘খাঁচা’। ছবিটি পরিচালনা করেছেন আকরাম খান।
একজন রেডিও জকি দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে কণ্ঠ হারায়। জীবনযুদ্ধের নানা অধ্যায় পেরিয়ে তা ফিরে পায় সে। এমনই মর্মস্পর্শী গল্প নিয়ে এগিয়ে গেছে ‘কণ্ঠ’ ছবির কাহিনি। এতে জয়া আহসান, পাওলি দাম ছাড়াও অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, চিত্রা সেন, বিপ্লব দাশগুপ্ত প্রমুখ।
অন্যদিকে, ১৯৪৭ সালের দেশভাগকে উপজীব্য করে নির্মিত হয়েছে ‘খাঁচা’ ছবিটি। বারবার দেশত্যাগের চেষ্টা করেও বাধার সম্মুখীন হওয়া একটি পরিবারের গল্প উঠে এসেছে ছবিটিতে। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন অভিনেতা আজাদ আবুল কালাম ও পরিচালক আকরাম খান। ছবিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী, কায়েস চৌধুরী, পিদিমসহ অনেকে।