নীরব খানের অজানা ছয় কথা
নীরব খান এ প্রজন্মের প্রিয় উপস্থাপক। উপস্থাপনার পাশাপাশি অভিনয় করছেন টিভি নাটকে। খুব শিগগির শুরু করবেন চলচ্চিত্রের কাজ। উপস্থাপনা এবং অভিনয় দুটোতে আত্মবিশ্বাসী তারকা উপস্থাপক নীরব খান। কথার জাদু দিয়ে নীরব সবাইকে মুগ্ধ করলেও আপনি জানেন কি ছোটবেলায় তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারতেন না? আপনার প্রিয় তারকার অজানা ছয়টি তথ্য জেনে নিন এখনই।
১.নীরব ছোটবেলায় নীরবই ছিলেন। তিনি কথা বলতে শিখেছেন পাঁচ বছর বয়সে। এর আগে নীরব জিহ্বার জড়তার কারণে কথাই বলতে পারতেন না। এই সমস্যা তাঁর অনেকদিন ছিল।
২.বাড়ির সবাই নীরবকে খান বলে ডাকেন। কখনও বাবু বলেও ডাকেন।
৩.বিভিন্ন ভাষায় শুদ্ধভাবে কথা বলার জন্য নীরব এ পর্যন্ত ৫৪টি কোর্স করেছেন। তিনি দেশ এবং দেশের বাইরে ভারত, ইন্দোনেশিয়া, মালেয়শিয়াসহ আরো অনেক জায়গায় ভাষা শিক্ষার কোর্স করেছেন। বাংলাদেশে মাজহারুল ইসলামের কাছে ক্যারিয়ারের শুরুতে ভাষার ওপর ৪০ দিনের প্রশিক্ষণ নিয়েছিলেন নীরব।
৪. ১৭ বছর বয়স থেকে নীরব বাসা থেকে টাকা-পয়সা নেননি। নিজেই স্বনির্ভর হয়েছেন।
৫. ফরিদপুর থেকে ঢাকায় এসে তিনদিন এবং তিনরাত নীরবের থাকার কোনো জায়গায় ছিল না। তিনি রাস্তায় ঘুমিয়েছিলেন।
৬. ২০০০ সালে সাংবাদিকতার মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন নীরব। দীর্ঘ আট বছর বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে লেখাপড়া করেছেন নীরব।