মৌসুমি হামিদের অজানা ছয়
মৌসুমি হামিদ এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী। ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের রানারআপ হয়েছিলেন তিনি। রানারআপ হওয়ার দুদিন পর একটি অনুষ্ঠানে অক্ষয় কুমারকে কোট পরিয়ে আলোচনায় আসেন এই তারকা অভিনেত্রী। আপনার মনে কি ঘুরপাক করছে আচ্ছা, কীভাবে মৌসুমি অক্ষয়ের সঙ্গে নেচেছিলেন? এটা কি সাজানো কোনো নাটক? এ রকম কৌতূহল হতেই পারে। কৌতূহল মেটাতেই এখানে দেওয়া হলো মৌসুমি হামিদের অজানা ছয় কথা।
১. স্টেজে অক্ষয় কুমারকে কোট পরাতে যেতেই চাননি মৌসুমি। দর্শক সারির মাঝামাঝি বন্ধুদের সঙ্গে বসেছিলেন তিনি। যখন অক্ষয় ঘোষণা করেন, একটা খেলার প্রতিযোগিতা হবে। কে কে আসতে চায় বলে উচ্চ স্বরে ডাকও দেন তিনি। সে সময় মৌসুমির বন্ধুরা তাঁকে বলেন, ‘মৌসুমি, তুই যা! তুই পারবি।’ মৌসুমি তখনো যেতে চাননি। শেষ পর্যন্ত বন্ধুরা তাঁকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেন।
তার পর মৌসুমি খেলায় জিতেও যান এবং অক্ষয়কে কোট পরিয়ে দেন। আর তাঁর হাত ধরে নাচের বিষয়টি? সেটা মোটেও সাজানো ছিল না। মৌসুমি নিজেই অক্ষয়কে প্রস্তাব করেছিলেন, ‘মে আই ড্যান্স উইথ ইউ?’
২. অক্ষয়ের সঙ্গে নাচ করার সময় কালো গাউন পরিহিত অবস্থায় ছিলেন মৌসুমি। গাউন পরার প্রধান কারণই ছিল, সেই রাতে র্যাম্প মডেল হিসেবে তিনি পারফর্ম করেছিলেন একটি শোতে। মজার ব্যাপার হলো, নিজের শো থাকায় প্রথমে তিনি যেতেই চাননি ওই অনুষ্ঠানে।
৩. ফেরদৌস হাসান রানা পরিচালিত ‘মার ছক্কা’ দিয়ে প্রথম ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেন মৌসুমি। নাটকটিতে তাঁর সহশিল্পী ছিলেন অভিনেতা অপূর্ব। গত বিশ্বকাপে নাটকটি প্রচারের পর আলোচনায় আসেন অভিনেত্রী মৌসুমি।
৪. ছোটবেলায় মৌসুমির নেতা হওয়ার প্রবণতা অনেক বেশি ছিল। সব সময় তিনি ক্লাস ক্যাপ্টেন ছিলেন। বন্ধুদের যা বলতেন, তাঁরা তাই শুনত। নিজে খুব দুষ্টু হলেও কখনো কোনো অন্যায়কে সমর্থন করেননি এই অভিনেত্রী।
৫. মৌসুমি মাটির ঘর লেপেছেন। কী, অবাক হলেন তো? গ্রামে যখন মৌসুমি তাঁর দাদিবাড়ি বেড়াতে যেতেন, কৌতূহলের বশে তিনি মাটির ঘর লেপেছেন। জ্বালানির জন্য পাটশোলায় গোবরও মেখেছেন। এমনকি তিনি প্রচুর পানও খেয়েছেন। এখনো শুটিংয়ের জন্য গ্রামে গেলে প্রায়ই এ রকম মজার কাণ্ড ঘটান তিনি। এক নাটকের শুটিং চলাকালে সন্ধ্যাবেলায় ইউনিটের চা শেষ হয়ে যাওয়ায় তিনি বিপাকে পড়েন। কারণ একটাই, তাঁকে চা খেতেই হবে। এর পর সহকর্মী মডেল সুজনকে নিয়ে গ্রামের এক অজানা বাড়িতে যান। সেখানে আলাপ জমিয়ে চা খেয়ে ফিরে আসেন ইউনিটে।
৬. কলকাতায় রশ্মি সিরিয়ালের শুটিং করার সময় মৌসুমি বেশ কিছু ছবির প্রস্তাব পেয়েছিলেন; কিন্তু হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে সেসব প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।