শুটিং সন্দেশ
চলছে ফেরদৌস-রুবিনার ‘মেঘকন্যা’র শুটিং
নিজের সন্তানের পরিচয় দিতে পারছেন না মায়া। তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন না। আর বাবার পরিচয় দিতে পারছেন না কারণ ফাহিম মেয়েকে গর্ভে রেখেই দেশের বাইরে চলে যান। এর পর থেকে আর কোনো যোগাযোগ করেননি তিনি। মেয়েকে বাধ্য হয়ে আশ্রমে দিয়ে দেন মা। আশ্রমে মায়া মাঝে মাঝেই সন্তানকে আদর করতে আসেন। এমনই একটি দৃশ্যের শুটিং চলছে মিনহাজ অভি পরিচালিত ‘মেঘকন্যা’ ছবির। মায়া চরিত্রে অভিনয় করছেন নায়িকা নিঝুম রুবিনা আর ফাহিম চরিত্রে অভিনয় করছেন নায়ক ফেরদৌস। সাভারের ফুলবাড়িয়ায় ডিপজলের শুটিং বাড়িতে কাজ শুরু হয়েছে গত ৫ জানুয়ারি থেকে, চলবে ১৭ তারিখ পর্যন্ত। এমনটাই জানিয়েছেন নায়িকা নিঝুম রুবিনা। জয় ফিল্মসের ব্যানারে ছবিটির চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন পরিচালক নিজেই। সংলাপের কাজ করেছেন গাজী রাকায়েত।
নায়িকা নিঝুম রুবিনা ছবিটি সম্পর্কে এনটিভি অনলাইনকে বলেন, “বর্তমান সময়ের সমসাময়িক ঘটনা নিয়ে নির্মাণ হবে ‘মেঘকন্যা’। নায়ক ফেরদৌস ও আমি একই অফিসে কাজ করি। কাজের সুবাদে দুজনের মাঝে ভালো সম্পর্ক তৈরি হয়। আমরা একে অপরকে ভালোবাসি, সেই ভালোবাসার ফল আমার মেয়ে। যাকে রেখেই ফেরদৌস ভাই চলে যান দেশের বাইরে। এভাবেই এগিয়ে যাবে ‘মেঘকন্যা’ ছবির কাহিনী।”
ছবিটিতে ফেরদৌস, নিঝুম রুবিনাসহ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ, শম্পা, রেবেকা, সাবরিনা, রিদা ও সিক্তা। এ ছাড়া একটি গুরুত্ব পূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুচরিতা।