আজ মুক্তি পাচ্ছে ‘অঙ্গার’
আজ শুক্রবার ঢাকাসহ সারা দেশে মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার ছবি ‘অঙ্গার’। এই ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে নায়িকা জলির। তাঁর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়ক ওম। ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এস কে মুভিজ যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে।
নিজের প্রথম ছবি মুক্তির অনুভূতি জানতে চাইলে নবাগতা নায়িকা জলি এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার কাছে অনেক ভালো লাগছে যে এত ভালো একটা চলচ্চিত্র দিয়ে আমার যাত্রা শুরু হচ্ছে। আমি ছবিটি নিয়ে দারুণ আশাবাদী। এত বড় একটা ব্যানার, বড় পরিচালক, দুই দেশে একসঙ্গে রিলিজ। আমার ভাগ্যটাই আসলে ভালো, চলচ্চিত্রের প্রতি ভালোবাসাই আমাকে এত কিছু একসঙ্গে দিয়েছে।
আবার প্রচণ্ড ভয় পাচ্ছি, কারণ যাদের জন্য কাজটি করেছি, এখন তাদের সামনে আছে আমার ছবি। তারা যদি ভালো বলে, তবেই ভালো বলা যাবে। আমরা পুরো টিম সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। দর্শকের সন্তুষ্টিই আমাদের প্রত্যাশা। আপনারা হলে এসে ছবিটি দেখবেন প্লিজ।’
‘অঙ্গার’ ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন এনটিভি অনলাইনকে বলেন, “আমি এর আগে একাধিক প্রেমের ছবি বানিয়েছি। ‘অঙ্গার’ ছবিটিও প্রেমের ছবি; কিন্তু বাকি কাজগুলোর থেকে একেবারেই আলাদা। ছবি বানাতে গিয়ে আমাদের অনেক প্রতিবন্ধকতা থাকে, এর মধ্যে অন্যতম হচ্ছে বাজেট, শিল্পী ও লোকেশন। এই ছবিতে বাজেটের কোনো সমস্যা ছিল না। শক্তিমান সব অভিনেতা অভিনয় করেছেন। গল্পটা দারুণ। আমার মনে হয়, দর্শক ছবিটা দেখে আনন্দ পাবে।”
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার ও ছবিটির প্রযোজক আবদুল আজিজ এনটিভি অনলাইনকে বলেন, “এর আগে আমরা ১৪টি চলচ্চিত্র রিলিজ করেছি। প্রতিটি ছবি থেকেই নতুন অভিজ্ঞতা যুক্ত হচ্ছে। তাতে পরবর্তী ছবিটি আরো ভালো হচ্ছে। ‘অঙ্গার’ ছবিটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। আমার মনে হয়, ছবিটা আমাদের গত ১৪টি ছবির মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করবে। এমনকি গত ১০ বছরের চলচ্চিত্রের রেকর্ডও ভাঙবে।’
‘অঙ্গার’ ছবিটি বাংলাদেশ ও ভারতের দেড় শতাধিক সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর মধ্যে বাংলাদেশের প্রায় ৮৭টি ও কলকাতার প্রায় ৮০টি হলে ছবিটি মুক্তি পাচ্ছে।