মুক্তি পাচ্ছে শাকিব-অপুর কমেডি ছবি ‘রাজা ৪২০’
আগামীকাল শুক্রবার, ৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে শাকিব খান ও অপু ব্শ্বিাস জুটির এ বছরের প্রথম চলচ্চিত্র ‘রাজা ৪২০’। ছবিটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। কমেডি ধাঁচের এই ছবি দর্শকপ্রিয়তা পাবে বলে মনে করেন শাকিব ও অপু দুজনই।
ছবির কাহিনী নিয়ে শাকিব খান এনটিভি অনলাইনকে বলেন, ‘রোমান্টিক কমেডি ধাঁচের ছবিটি মৌলিক। ছবিতে তেমন কোনো চাকচিক্য নেই, চোখ ধাঁধানো কিছুও নেই। সুন্দর একটি কমেডি ছবি, দর্শক যতক্ষণ হলে ছবিটি দেখবেন, আনন্দ পাবেন।’
বর্তমানে সিনেমা হলে দর্শকের সংখ্যা আরো কমে গেছে, শুধু শাকিব খানের ছবি দিয়ে কি চলচ্চিত্র ব্যবসা চলবে—জানতে চাইলে শাকিব বলেন, “আসলে ছবির মাধ্যমেই তো দর্শক তৈরি হয়। আমি ভালো ছবি করেছি বলেই আমার দর্শক তৈরি হয়েছে। ‘রাজা ৪২০’ দেশি ধাঁচের একটি কমেডি চলচ্চিত্র, যা দর্শককে আনন্দ দেবে। এর আগে আমার ‘লাভ ম্যারেজ’ ছবিটি মুক্তি পেয়েছিল, সেখানেও নিজেদের একটা গল্প ছিল। বাড়তি কোনো চাকচিক্য ছাড়াই তৈরি হয়েছিল ছবিটি। আবার গল্পের প্রয়োজনে যেখানে হেলিকপ্টার দরকার, সেখানে তা ব্যবহার করা হয়েছে। এ ছবিতেও সে রকম পূর্ণতা পাবে দর্শক। এই ছবি নিজের যোগ্যতায় ভালো ব্যবসা করবে। আমাকে দেখতেই হলে আসবে। আর যদি ছবি ভালো না হয়, বেরিয়ে বলবে ছবি ভালো না, তার পর থেকে আর দর্শক আসবে না।”
ছবি মুক্তির আগে নায়িক অপু বিশ্বাস নিজের প্রতিক্রিয়া জানান এভাবে, “আমার বিশ্বাস, এই ছবি দর্শক গ্রহণ করবে। ছবিতে তেমন কোনো অ্যাকশন নেই। গানগুলো একটু অন্য রকম। হাস্যরসে ভরপুর একটি ছবি। কোনো টেনশন ছাড়া শুধু আনন্দ নিয়েই ছবিটি দর্শক দেখতে পাবে। এই ছবির পরিচালক উত্তম আকাশ স্যারের সঙ্গে আমি এর আগে আরেকটি কাজ করেছিলাম ‘ভালোবাসা দিবি কি না বল’ ছবিতে। তিনি নিজের মতো গল্প চিন্তা করেন এবং ছবি নির্মাণ করেন। বাংলাদেশের দর্শক উনার ছবি পছন্দ করে। আমার বিশ্বাস, ছবিটি তাদের ভালো লাগবে।”
এই ছবিতে শাকিব খান, অপু বিশ্বাসের পাশাপাশি অভিনয় করছেন ওমর সানী, রাবিনা বৃষ্টি, সাদেক বাচ্চু, কাবিলা, অমিত হাসান প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন গোধূলী ফিল্মস।