বই পড়ছে শাহরুখের দুই বছরের ছেলে আবরাম!
শাহরুখের ছোট ছেলে আবরামের বয়স এখন প্রায় দুই বছর। বয়সে এতটুকুন হলে হবে কি, এখনই পড়ালেখা শুরু করে দিতে চায় সে! এটা কোনো অতি উৎসাহী ফিল্ম ম্যাগাজিনের বানানো গল্প নয়, খোদ শাহরুখ নিজেই প্রিয় ছেলের এক ছবি পোস্ট করেছেন টুইটারে। এতে বই খুলে মনোযোগী আবরামকে দেখা যাচ্ছে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে। শাহরুখ-পুত্রের এই মজার খবর পাওয়া গেল পিংকভিলার খবরে।
শাহরুখ খান নিজেও ভীষণ রকম বইয়ের পোকা। কাজেই তাঁর ছেলেও বাবার পথেই হাঁটবে, তা নিয়ে আর অবাক হওয়ার কী আছে! কিন্তু তাই বলে একেবারে এই বয়সে! টুইটে আনন্দের পাশাপাশি তাই খানিকটা বিস্ময়ও প্রকাশ করেছেন শাহরুখ। ছেলের বই পড়ার ছবিটিকে উল্লেখ করে তাঁর টুইটের ভাষ্য এমনই যে, বইপত্র মোটেও আধুনিক ই-বুক রিডারের কাছে পর্যদুস্ত হবে না। এই ছবিটিই তার প্রমাণ দিচ্ছে।
‘প্রমাণটা এখানেই। এলিভেটরের কারণে সিঁড়ি যেমন হুমকিগ্রস্ত, কিন্ডলের কাছে পড়ার বই মোটেও তেমনি নয়! তাই হয়েছে’! শাহরুখের এই টুইটে রিটুইট হয়েছে প্রায় আড়াই হাজার, একে ফেভারিটে আওতাভুক্ত করেছেন প্রায় সাড়ে চার হাজার ব্যবহারকারী।
প্রথম দুই সন্তান আরিয়ান আর সুহানার জন্মের সময় কাজে প্রচণ্ড ব্যস্ত ছিলেন শাহরুখ। পিতৃত্ব উপভোগের সময় বা সুযোগ- কোনোটাই মেলেনি তখন। সেই সুযোগ এনে দিয়েছে শাহরুখের তৃতীয় সন্তান আবরাম। সারোগেসি পদ্ধতিতে জন্ম নেওয়া এই শিশুটিকে নিয়ে একদিকে যেমন মিডিয়াতে তুমুল আলোচনা চলেছে, তেমনি শাহরুখও যথাসম্ভব চেষ্টা করে গেছেন আবরামকে যতটা সম্ভব মিডিয়ার নজরের বাইরে রাখতে।
শাহরুখ খানের প্রথম সন্তান আরিয়ানের জন্ম ১৯৯৭ সালে। ২০১৩ সালের মে মাসে জন্ম হয় আবরামের।