শুটিং সন্দেশ
ক্ষীরের প্রেমে মিম
নতুন বিজ্ঞাপনে কাজ করছেন নায়িকা বিদ্যা সিনহা মিম। গতকাল মঙ্গলবার থেকে ঢাকার তেজগাঁও এলাকায় একটি ক্ষীরের কুকিজ বিস্কুটের বিজ্ঞাপনে তিনি অংশ নেন। যৌথভাবে বিজ্ঞাপনটি নির্মান করছেন মেহেদি হাসিব ও পনি আবেদীন। পরিচালক মেহেদি হাসিব জানান, ‘ক্ষীরের প্রেমে পড়েছেন মিম, যে কারণে তিনি কোনো কাজে মন দিতে পারছেন না। আজ শুটিং শেষ হওয়ার কথা রয়েছে।’
বিজ্ঞাপন নির্মাতা মেহেদি হাসিব বলেন, ‘আমরা এই বিজ্ঞাপনের জন্য এমন একজন মডেল খুঁজছিলাম, যার মধ্যে একটা গর্জিয়াস লুক আছে। কারণ আমাদের সেটও অনেক গর্জিয়াস। আমরা চিন্তা করে দেখলাম মিমের মাঝে এই লুকটা এমনিতেই আছে। মিমই আমাদের এই বিজ্ঞাপনের জন্য সেরা পছন্দ। এ ছাড়া অলংকারের একটি বিজ্ঞাপনে তিনি আমার সাথে কাজ করেছিলেন, বছর দুয়েক আগে, তখন থেকেই জানি মিমের গর্জিয়াস লুক সম্পর্কে। যেটা আমাদের এই বিজ্ঞাপনের সাথে যায়। মিমকে আসলে গ্রামের ড্রেসে মানুষ যতটা গ্রহণ করবে, তার চেয়ে বেশি পছন্দ করবে এই লুকটাতে।’
বিজ্ঞাপনের গল্প নিয়ে পরিচালক বলেন, ‘ক্ষীর আমাদের সবারই পছন্দের ও অতি পরিচিত একটি খাবার। কিন্তু মিম একটু বেশিই পছন্দ করেন ক্ষীর। সারাক্ষণ তাঁর মাথায় ক্ষীরের চিন্তা ঘুরে বেড়ায়। কোনো কাজে মন দিতে পারেন না। দেখা গেল তিনি মেকআপ নিচ্ছেন, কিন্তু মাথায় ক্ষীরের চিন্তা ঘুরছে। এভাবেই ক্ষীর তাঁকে তাড়িয়ে বেড়ায়। একসময় তিনি সবকিছু বাদ দিয়ে ক্ষীর খাওয়া শুরু করেন। এ ধরনের একটি গল্প নিয়ে নির্মাণ হচ্ছে এই বিজ্ঞাপনটি।’
বিজ্ঞাপন নিয়ে মিম বলেন, ‘বিজ্ঞাপনের কাজে আমার সব সময়ই ভালো লাগে। এ কাজটিতে অনেক ভিন্নতা আছে, যে কারণে আমার কাছে বিজ্ঞাপনটি ভালো লাগছে। আশা করি, দর্শকদের কাছেও ভালো লাগবে।’
আগামী ১৫ দিনের মধ্যে বিজ্ঞাপনটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে বলে জানান তিনি।