সুমিত ও শিরিন শিলার ‘মিয়া বিবি রাজি’
আগামীকাল সারা দেশের ৪০টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘মিয়া বিবি রাজি’। ছবিটি পরিচালনা করেছেন স্বনামধন্য পরিচালক শাহিন সুমন। ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করেছেন চিত্রনায়ক সুমিত ও চিত্রনায়িকা শিরিন শিলা।
ছবিটি নিয়ে আশাবাদী শিরিন শিলা এনটিভি অনলাইনকে বলেন, ‘এই ছবিটা নিয়ে আমি একটু বেশিই আশাবাদী। কারণ এই ছবিতে আমি প্রধান নায়িকা হিসেবে কাজ করেছি। তাও আবার শাহিন সুমন স্যারের মতো পরিচালকের ছবিতে। গত বছর আমার কোনো ছবি মুক্তি পায়নি। তার মানে এই নয় যে আমি কোনো ছবির কাজ করিনি। আসলে ছবির অনেক প্রযোজকই গত বছর ছবি মুক্তি দিতে চাননি। কারণ ব্যবসায়িকভাবে গত বছরটা অনেক খারাপ গিয়েছে। আশা করব এই বছরটা একটু ভালো যাবে।’
শিরিন শিলা আরো বলেন, “২০১৪ সালে আমার অভিনীত চলচ্চিত্র ‘হিটম্যন’ অনেক ভালো ব্যবসা করেছে। ‘ক্ষীণকের ভালোবাসা’ ছবিটিও অনেক প্রশংসা পেয়েছে। আশা করি আমার তৃতীয় ছবি ‘মিয়া বিবি রাজি’ দর্শকদের ভালো লাগবে।”
সিনেমা হলের পরিবেশ ভালো নয় তাই দর্শক হলে আসে না উল্লেখ করে শিরিন বলেন, ‘দেখবেন ঢাকা শহরের যতগুলো সিনেপ্লেক্স আছে, তাতে কিন্তু দর্শক কম নয়। কিন্তু সাধারণ হলে দর্শক আসছে না। এর মূল কারণ হলের পরিবেশ ভালো না। এমন অবস্থায় তিন ঘণ্টা কীভাবে হলের মধ্যে বসে থাকবে একজন দর্শক? এর পরও যে ছবিগুলো দর্শকদের সামনে আসে, সে ছবিগুলো দেখে মনে হয় না আমাদের দেশের ছবি। এই ছবিটা দেখে দর্শকদের কাছে মনে হবে, একেবারেই আমাদের ছবি এটি। এই ছবির গল্পটা আমাদের ছবির পরিচালক নিজেই লিখেছেন, ওনার নিজের এবং আশপাশের বন্ধুদের জীবনের ঘটে যাওয়া ঘটনা থেকে গল্প নির্বাচন করেছেন। আশা করি সবার কাছেই ভালো লাগবে।’
গাজী মাজহারুল আনোয়ার ও শহীদুল্লাহ ফরায়েজীর রচনায় মোট পাঁচটি গান থাকছে ছবিতে। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। কণ্ঠ দিয়েছেন মমতাজ, কোনাল, রাজীব, পলাশ, কিশোর ও রন্টি দাশ।
ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানি, নিঝুম রুবিনা, সাদেক বাচ্চু, মিশা সওদাগর প্রমুখ।