ত্রিভুজ প্রেমের টেলিছবি ‘ঢেউ’
কাজলীর জন্ম সাগরপারের ছোট্ট একটি জেলেপল্লীতে। সাগরের নোনা জলে তার বেড়ে ওঠা, জীবনযাপন; তবু সাগরের সাথেই তাঁর আজন্ম বৈরিতা। জেলেপল্লীর বাদশা ও হারু দুই বন্ধু সাগরে মাছ ধরে। দুজনেরই জীবনের একমাত্র স্বপ্ন কাজলীকে নিয়ে ঘর বাঁধার। কাজলীর দেওয়া শর্ত অনুযায়ী মুহূর্তের সিদ্ধান্তে বংশপরম্পরায় আকড়ে থাকা জেলে পেশা ছেড়ে দিয়ে ভয়াবহ সংকটে পড়ে যায় বাদশা ও হারু। উপার্জনের পথ হারিয়ে রীতিমতো বিপর্যয়ের মুখে পড়ে তারা। আর তখনই গল্পের ভেতর থেকে উঁকি দেয় সম্পূর্ণ ভিন্ন আরেকটি গল্প। এমনই এক সাগরপারের জেলেপল্লীভিত্তিক বহুমাত্রিক গল্পের টেলিছবি ‘ঢেউ’।
গত ৬ মার্চ শুটিং শুরু হয়েছিল ভাণ্ডারিয়ার তেলিখালিতে আর ১২ মার্চ সাগরকন্যা কুয়াকাটাতে শুটিং শেষ হয়। বর্তমানে সম্পাদনার কাজও প্রায় শেষ বলে জানিয়েছেন নির্মাতা মাহামুদুল হাসান টিপু।
এই টেলিছবিতে মোশাররফ করিম, মারজুক রাসেল ও মৌসুমি হামিদ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এ কে আযাদ সেতু, সুকান্ত মুখার্জি বাবু, রেবা ঘোষ, মিন্টু কর, তন্ময় সাহা, সিরাজুম মুনির টিটুসহ আরো প্রায় দেড় শতাধিক স্থানীয় মানুষ। পবিত্র ঈদুল ফিতরে টেলিছবিটি কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে বলে জানা গেছে।
টেলিছবির নির্মাতা মাহামুদুল হাসান টিপু বলেন, ‘অতি পরিচিত একটি গল্পকে আমরা ভিন্ন মাত্রায় উপস্থাপন করার চেষ্টা করেছি। চেষ্টা করেছি হাসি-ঠাট্টার মধ্য দিয়ে গল্পের কাঠামোয় সমাজের কিছু ভয়াবহ ক্ষত তুলে ধরতে।’
মাহামুদুল হাসান টিপুর গল্প অবলম্বনে টেলিছবি ‘ঢেউ’-এর চিত্রনাট্য করেছেন যৌথভাবে মাহামুদুল হাসান টিপু ও মুহম্মদ আবু রাজীন। প্রযোজনা করেছেন মিরাজুল ইসলাম। চিত্রগ্রহণে ছিলেন দানিয়েল ড্যানি।