জবিতে ‘হতাশা চর্চা কেন্দ্র’
হারজিত জীবনের অংশ। তবে সবাই সব কাজেই সফল হতে চান। কেউ কোনো কাজে ব্যর্থ হলে হতাশায় ভোগেন। এ থেকে অনেকেই বিশৃঙ্খল জীবনযাপন শুরু করেন। এমনকি আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নেন।
এমনই কাহিনী নিয়ে গতকাল শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘হতাশা চর্চা কেন্দ্র’ নামে একটি টেলিছবির শুটিং শুরু হয়েছে। আজ রোববারও শুটিং চলছে।
টেলিছবির মূল প্রতিপাদ্য হলো, মানুষের সমস্যা চিরস্থায়ী নয়। সব সমস্যার সমাধান আছে। কেউ যেন ব্যর্থতা থেকে ভুল সিদ্ধান্ত না নেয়।
এ বার্তার মাধ্যমে তরুণ সমাজের মধ্যে সচেতনতা সৃষ্টি করা টেলিছবির প্রধান লক্ষ্য।
টেলিছবিটির রচনা ও চিত্রনাট্যে ছিলেন আব্দুল্লাহ মাহফুজ অভি। বিশ্বজিত ও মাহফুজ অভি পরিচালনায় টেলিছবিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, ফরহান আহম্মেদ জোভান, সাল্লা খানম নাদিয়া, ইয়ানা সুহাসহ আরো অনেকে।
তৌসিফ মাহবুব এনটিভি অনলাইনকে বলেন, ‘চমৎকার গল্প নিয়ে টেলিছবিটি নির্মাণ করা হয়েছে। তরুণ সমাজকে গুরুত্বপূর্ণ বার্তা দেবে এটি। দর্শক এটি থেকে ভিন্ন রকম বিনোদন পাবেন।’
নাদিয়া বলেন, ‘আমরা তরুণরা যদি সমাজে ভালো কাজ করি, তাহলে সমাজ খুব দ্রুত পরিবর্তন করা সম্ভব। হতাশা চর্চা কেন্দ্র টেলিছবিটি মানুষকে পরিবর্তনের বার্তা দেবে।