মোশাররফ-ভাবনার ‘মনুষ্যত্ব’
জয়ের জন্য যা করতে হয়, সবকিছু করতে প্রস্তুত গালিব। কারণ, মা বেঁচে থাকতে কোনো দিন জেতেনি সে। মা মারা যাওয়ার সময় শুধু একটি কথাই ছেলেকে বলে যায়, ‘বাবা, কোনো দিন হারিস না।’ এর পর আর কোনো দিন হারেনি গালিব। তাই যেকোনো প্রতিযোগিতায় জেতার জন্য সব ধরনের অনৈতিক ও প্রতারণার কাজ করতে থাকে গালিব। গালিব ‘মনুষ্যত্ব’ নাটকের একটি চরিত্র। এ চরিত্রে অভিনয় করেছেন মোশররফ করিম। মোশাররফ ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন ভাবনা, সুমন পাটোয়ারী ও গোলাম সারওয়ার।
‘মনুষ্যত্ব’ নাটকটি পরিচালনা করেছেন আরিফ রহমান। পরিচালক বলেন, ‘মনুষ্যত্ব’ নাটকটির গল্প গড়ে উঠেছে একটি গাড়ি প্রতিযোগিতাকে কেন্দ্র করে। সবচেয়ে বেশিক্ষণ যে গাড়িতে হাত রাখতে পারবে, সে হবে গাড়িটির মালিক। প্রথমে বিষয়টি খুব সহজ মনে হলেও একটু পরেই দেখা যায় নানা সমস্যা। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কেউ চলে যায়, কেউ ওয়াশরুমে যায়, কেউ দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথায় কাতর হয়, কেউ ঘুমিয়ে মাটিতে লুটিয়ে পড়ে, কেউ অজ্ঞান হয়। হঠাৎ শুরু হয় প্রচণ্ড ঝড়-বৃষ্টি। এভাবে দিনের পর দিন চলতে থাকে নির্ঘুম, ক্ষুধার্ত একটি যাত্রা।
পরিচালনার পাশাপাশি ‘মনুষ্যত্ব’ নাটকটির চিত্রনাট্য ও সম্পাদনা করেছেন বলে জানান আরিফ রহমান।
‘মনুষ্যত্ব’ নাটকটি আজ রাত ৯টায় এনটিভিতে প্রচারিত হবে।