আজীবন সম্মাননা পাচ্ছেন আপেল মাহমুদ, বারী সিদ্দিকী ও টেলি সামাদ

আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন সংগীতশিল্পী আপেল মাহমুদ, সংগীতশিল্পী বারী সিদ্দিকী ও জনপ্রিয় কমেডি অভিনেতা টেলিসামাদ। গুণী এই শিল্পীদের আজীবন সম্মাননা প্রদান করছে বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস)। আজ শুক্রবার (১৩ মে) বিকেল ৫টায় মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে (বাবিসাস)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে ‘ধ্রুব মিউজিক স্টেশন বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৫’।
এ প্রসঙ্গে বাবিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক রাহাত সাইফুল বলেন, ‘বিনোদনজগতে কাজ করছেন জীবনভর, এমন মানুষদের স্বীকৃতি আমরা দিতে চাই। এমন পুরস্কার নতুনদের জন্য উৎসাহ হিসেবে কাজ করবে বলে আমরা মনে করি। টেলি সামাদ আজীবন চলচ্চিত্রের জন্য কাজ করেছেন। আপেল মাহমুদ বা বারী সিদ্দিকী নিজের নামেই দেশের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র। এই মানুষদের সম্মাননা বিনোদনজগৎকে আরো সমৃদ্ধ করবে।’
এ অনুষ্ঠানে চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, মঞ্চ, নৃত্য, বিজ্ঞাপনচিত্রসহ বিভিন্ন বিভাগে গুণী তারকা কলা-কুশলীদেরও পুরস্কৃত করা হচ্ছে। একই সঙ্গে থাকবে শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেন রেলমন্ত্রী মুজিবুল হক (এমপি), বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর (এমপি), যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার (এমপি), বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, ধ্রুব মিউজিক স্টেশনের কণ্ঠশিল্পী ধ্রুব গুহ।