প্রথমবারের মতো বিজ্ঞাপনে শুভ-আঁখি
নির্জন রাস্তা দিয়ে হেঁটে আসছেন নায়ক শুভ ও নায়িকা বেনজির ইশরাত আঁখি। বিদ্যুৎ নেই, অন্ধকার রাস্তা। এমন সময় গুন্ডারা আক্রমণ করে। শুরু হয় মারামারি। না কোনো ছবির শুটিং নয়। বিজ্ঞাপনের শুটিংয়ে দেখা যাবে এমনই গল্প।
গতকাল রোববার থেকে এফডিসির ৩ নম্বর শুটিং ফ্লোরে শুরু হয়েছে আরিফিন শুভ ও বেনজির ইশরাত আঁখিকে নিয়ে একটি চামড়াজাত পণ্যের বিজ্ঞাপন। বিজ্ঞাপনটি পরিচালনা করছেন আরিয়ান শাহরিয়ার। এই প্রথম বিজ্ঞাপনে জুটি বাঁধলেন শুভ ও আঁখি।
বিজ্ঞাপন ও চলচ্চিত্রের মধ্যে পার্থক্য কোথায় জানতে চাইলে শুভ বলেন, ‘আসলে বিষয় দুটোর মধ্যে মূল পার্থক্য হচ্ছে সিনেমায় একটা গল্পকে আড়াই থেকে তিন ঘণ্টা সময় নিয়ে করা হয়। আর বিজ্ঞাপনে তা এক মিনিট বা তারও কম সময়ে করা হয়। কিন্তু অ্যারেঞ্জমেন্ট প্রায় একই রকম থাকে।’
এই বিজ্ঞাপনের একটি দৃশ্যের জন্য ১৭টি টেক নিতে হয়েছে। চলচ্চিত্রে এমন হয় না কেন জানতে চাইলে শুভ বলেন, ‘আসলে ফিল্মের সবাই আগে থেকেই সব বিষয়ে বেশি প্রস্তুত থাকে। যে কারণে একটি শট এত বেশি নিতে হয় না। আর এখানে বিজ্ঞাপনের বেলায় শটগুলো অনেক বেশি মাপা থাকে। যে কারণে একটু টাইমিং না হলেই শটটা আবারও নিতে হয়।’
আপনার শুরুটা বিজ্ঞাপন দিয়ে, এখন চলচ্চিত্রে ব্যস্ত হয়ে পড়েছেন। কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন? এমন প্রশ্নের জবাবে শুভ বলেন, ‘আমি আসলে চলচ্চিত্রেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। বিজ্ঞাপন দিয়ে আমি কাজ শুরু করেছি কিন্তু তখনো চলচ্চিত্রেই কাজ করতে চাইতাম। এখন চলচ্চিত্রে কাজ করছি। আমি নিজেকে চলচ্চিত্রের জন্যই তৈরি করেছি।’
বিজ্ঞাপনে শুভকে মডেল করা প্রসঙ্গে পরিচালক আরিয়ান বলেন, ‘এটি সাজানো হয়েছে অ্যাকশন ও প্রেমের কাহিনী দিয়ে। আরিফিন শুভ প্রথম সারির মডেল ও অভিনেতা। এ ছাড়া যে পণ্যটির জন্য শুটিং করছি, শুভ তার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তাই শুভই পারবেন এই পণ্যের সুন্দর আবেদন তৈরি করতে। আসছে রমজান মাস থেকে বিভিন্ন চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচার করা হবে।’