প্রযোজনায় আসছেন অপু বিশ্বাস

অপু বিশ্বাস ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানে তিনি মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মাই ডার্লিং’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন। বর্তমান ব্যস্ততা এবং ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এনটিভির সঙ্গে।
প্রশ্ন : কেমন চলছে ‘মাই ডার্লিং’ ছবির শুটিং?
উত্তর : অনেক ভালো। এখন শুধু আমি এই ছবির কাজ করছি। মনতাজুর রহমান আকবর একজন গুণী পরিচালক। তাঁর সঙ্গে এর আগেও আমি অনেক কাজ করেছি। ছবিটিতে একটি নিটোল প্রেমের গল্প রয়েছে। এখানে আমি শাকিবের বিপরীতে কাজ করছি। ছবিটির নির্মাণকাজও অনেক ভালো হচ্ছে। আশা করছি, দর্শক ছবিটি ভালোভাবে গ্রহণ করবে।
প্রশ্ন : আপনাকে শুধু রোমান্টিক চরিত্রে দেখা যায়, কেন?
উত্তর : আমি মূলত রোমান্টিক ছবির নায়িকা। এর প্রধান কারণ দর্শক আমাকে এভাবে দেখতে অভ্যস্ত। তাঁরা আমাকে পর্দায় রোমান্টিক চরিত্রেই দেখতে চান। তাই আমি এই ধরনের চরিত্রে কাজ করতে বেশি আগ্রহী।
প্রশ্ন : নতুন ছবির কাজ শুরুর আগে আপনি কি চিত্রনাট্য পড়েন?
উত্তর : আমি মূলত গল্প শুনি। নতুন পরিচালকের কাজ করলে চিত্রনাট্য পড়ি। কিন্তু আমাকে নিয়ে যাঁরা আগে কাজ করেছেন, তাঁদের চিত্রনাট্য সাধারণত পড়ি না। কারণ আমার পছন্দ সম্পর্কে তাঁদের ভালো ধারণা রয়েছে। আর আমারও তাঁদের প্রতি আত্মবিশ্বাস তৈরি হয়েছে।
প্রশ্ন : ছবিতে কোন সংগীতশিল্পীর গাওয়া গানে আপনি বেশি ঠোঁট মিলিয়েছেন?
উত্তর : অনেক শিল্পীর গানে ঠোঁট মিলিয়েছি। তবে অধিকাংশ ছবিতে কনকচাঁপার গানে ঠোঁট মিলিয়েছি।
প্রশ্ন : বাংলাদেশে আপনার পছন্দের সংগীতশিল্পী কে?
উত্তর : এন্ড্রু কিশোর, মনির খান, রুনা লায়লা ও কনকচাঁপা।
প্রশ্ন : আপনি এখন নিজেই আপনার ছবিতে ডাবিং করছেন, কেমন লাগছে?
উত্তর : অনেক ভালো। নিজের অভিনয়ে কণ্ঠ দেওয়ার আলাদা একটা মজা আছে। অভিব্যক্তিগুলো ভালোভাবে ফুটিয়ে তোলা যায়। আগে আসলে আমার এই বোধটা ছিল না। অনেক ছোট বয়সে কাজ শুরু করেছি তাই অনেক কিছু জানতাম না। মূলত এ কারণে আমার আগের ছবিগুলোতে কণ্ঠ দেওয়া হয়নি।
প্রশ্ন : নিজের ২৫ কেজি ওজন কমিয়েছেন। চলচ্চিত্রের প্রয়োজনেই নিশ্চয়?
উত্তর : আমি যখন কাজ শুরু করেছি তখন আমার প্রতিদ্বন্দ্বী তেমন কেউ ছিল না। এমনও হয়েছে আমি মুখে ব্রণ নিয়ে কাজ করেছি। কিন্তু এখন সময় পাল্টে গেছে। এখনকার নায়িকারা অনেক স্বাস্থ্যসচেতন। তাই সময়ের চাহিদার কথা চিন্তা করে আমি নিজের ওজন কমিয়ে নিয়েছি।
প্রশ্ন : এখনকার নায়িকারা খোলামেলা পোশাক পরছেন, কিন্তু আপনাকে এখন পযর্ন্ত পর্দায় সেভাবে দেখা যায়নি। এর কারণ কী?
উত্তর : আমি সব সময় অশ্লীলতার বাইরে থাকতে চেয়েছি এবং সফলও হয়েছি। আমিও কিন্তু ফ্যাশনেবল। নিজেকে সুন্দর করে ফুটিয়ে তুলেই আমি পর্দায় উপস্থিত হই।
প্রশ্ন : রুপালি পর্দার বাইরে অপু বিশ্বাস কেমন?
উত্তর : আমি মোটেও চঞ্চল নই। আমি অনেক শান্ত এবং কম কথা বলি।
প্রশ্ন: শুটিংয়ের অবসরে কী করেন?
উত্তর : ফেসবুকিং করি। এর বাইরে অনলাইনে পত্রিকার বিনোদন পাতাগুলো পড়ি। নিজের খবরগুলো আমি অনেক মনোযোগ দিয়ে পড়ি।
প্রশ্ন : শুনলাম এই বছরে আপনি নাকি প্রযোজনা করবেন?
উত্তর : আমি এখন পর্যন্ত ৭০টির মতো ছবিতে কাজ করেছি। চলচ্চিত্রই আমার ধ্যানজ্ঞান। তাই এই অভিজ্ঞতটা প্রযোজনার কাজে লাগাতে চাই।