পাঁচ বছর পর কল্যাণ-মিমোর একদিন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/05/photo-1428222402.jpg)
কল্যাণ ও মিমো পুরোনো বন্ধু। একে অন্যের সঙ্গে বোঝাপড়াটাও তাই বেশ ভালো। আগে একসঙ্গে অনেক কাজ করলেও মাঝে লম্বা সময় আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি তাদের। দীর্ঘ পাঁচ বছরের বিরতি কাটিয়ে ‘ভালোবাসি হারিয়ে যেতে’ নাটকে আবারো একসঙ্গে অভিনয় করছেন তাঁরা। গতকাল পুবাইলে হয়েছে নাটকটির শুটিং। সেখানেই কথা হলো দুই বন্ধুর সঙ্গে। মিমো জানান, নাটকটি দেখানো হবে এবারের ঈদে। তবে কোন চ্যানেলে দেখানো হবে, তা এখনো নিশ্চিত হয়নি।
কল্যাণ বললেন, ‘মিমো অনেক মিশুক। ওর সঙ্গে কাজ করতে আমার সব সময় ভালো লাগে। অনেক দিন অবশ্য আমাদের একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি।। এই নাটকে কাজ করতে এসে তাই অনেক মজাও করেছি।’
ঢাকার বাইরে শুটিং করতে কেমন লাগে? কল্যাণ জানান, মজার চেয়ে ঝামেলাই বেশি। তিনি বলেন, ‘ঢাকার বাইরে শুটিং হলে প্রায়ই আমাদের ভোগান্তি পোহাতে হয়। আমরা নিজেরা গাড়ি নিয়ে আসতে পারি না। গাড়ি নিয়ে এলে আবার আরেক রকমের ঝামেলা।’
এতদিন পর কল্যাণের সঙ্গে কাজ করতে পেরে বেশ খুশি মিমো, ‘ওর (কল্যাণের) সঙ্গে দেখা না হলেও মাঝেমধ্যে ফোনে কথা হতো। অনেক দিন পর দুজন একসঙ্গে কাজ করছি। অনেক ভালো লাগছে।’
‘ভালোবাসি হারিয়ে যেতে’ নাটকের গল্পে দেখা যাবে, মিমো কিডন্যাপ হন। অপহরণকারীদের খপ্পর থেকে পালিয়ে কল্যাণদের বাসায় আশ্রয় পান তিনি। কল্যাণের মা চান, মিমো-কল্যাণের বিয়ে দিতে।
শেষ পর্যন্ত কি বিয়ে হয় দুজনের? এমন প্রশ্ন শুনে মিমোর মুখে পুরোনো সতর্কতা, ‘এখনই কিছু বলতে চাই না। দর্শকের জন্য কিছু চমক থাকুক।’