দেবই আমার বেস্ট ফ্রেন্ড : ফ্রিদা পিন্টো
চোখের নিমিষে তাদের তুমুল তারকাখ্যাতি এনে দিয়েছিল ‘স্লামডগ মিলিয়নিয়ার’। ড্যানি বয়েলের এই দুর্দান্ত থ্রিলার ছবির প্রাপ্তিও ছিল অজস্র। সেখান থেকে দেব-ফ্রিদার প্রেমকাহিনী শুরু, তবে শেষ পর্যন্ত তা বিচ্ছেদেই গড়িয়েছে। তবু দেবকে এখনো নিজের সবচেয়ে প্রিয় বন্ধু মানেন ফ্রিদা পিন্টো, জানা গেল এনডিটিভির খবরে।
গত বছরের সেপ্টেম্বর মাসেই ইতি ঘটেছে দেব-পিন্টোর দীর্ঘ ছয় বছরের প্রেমের। তবে এখনো যোগাযোগে আর বন্ধুত্বে কাছাকাছি রয়েছেন দুজনেই। ‘দেবই আমার বেস্ট ফ্রেন্ড। এটা কোনোদিনই বদলাবে না’—এমনটাই দাবি ফ্রিদা পিন্টোর।
৩০ বছর বয়সী এই অভিনেত্রী জানালেন, দেব এবং তাঁকে এখনো তাঁদের বিচ্ছেদের কারণ নিয়ে অনবরত বোঝাপড়া করতে হচ্ছে চারপাশের সাথে।
‘সবারই নিজের কিছু বিষয় খুঁজে নিতে হয়। বিস্ময়, হতাশা-নিজস্ব সবকিছুই জীবনেরই অংশ। এর থেকে পালিয়ে গেলে চলবে না। তাই আমরা দুজনেই এই ব্যাপারটাকে সামলে ওঠার চেষ্টা করছি’— বিচ্ছেদ-পরবর্তী পরিস্থিতি নিয়ে এভাবেই বললেন ফ্রিদা।
২৪ বছর বয়স্ক দেব প্যাটেল এখন আর ফ্রিদার সাথে নেই, সে জন্য অবশ্য বিমর্ষ বা চুপচাপ সময় কাটানোকে বেছে নেননি ফ্রিদা মোটেও। কিছুদিন আগে ছিলেন লন্ডনে, তারপর আবার তাঁর দেখা মিলেছে লস অ্যাঞ্জেলেসে। কাজকর্ম নয়, উপভোগ করছেন অবসর। ‘লস অ্যাঞ্জেলেস দারুণ জায়গা। এখানে আপনি যেভাবে সময় কাটাতে চান, সেভাবেই পারবেন’- বোঝা গেল, বেশ ঘোরাফেরার মুডেই আছেন এই স্মার্ট অভিনেত্রী।
ফ্রিদা পিন্টো ও দেব প্যাটেল অভিনীত স্লামডগ মিলিয়নিয়ার ছবিটি ২০০৯ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ মোট আটটি বিভাগে অস্কার জিতেছিল।