দীপিকার ‘মাই চয়েস’ নিয়ে মুখ খুললেন পরিচালক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/11/photo-1428734210.jpg)
দীপিকার ‘মাই চয়েস’ ভিডিও নিয়ে তো তর্কাতর্কি কম হলো না; কিন্তু তাও কথা শেষ হচ্ছে না। এত দিনে দৃশ্যপটে হাজির হয়েছেন ভিডিওটির নির্মাতা হোমি আদজানিয়া। দীপিকার পক্ষে সাফাই গেয়ে তিনি বলেছেন, ‘ভিডিওটির জন্য দীপিকাকে দোষারোপ করাটা মোটেও উচিত কাজ নয়।’
সে সঙ্গে ভিডিওটির নির্মাতা বলেছেন, ভিডিওটি অনলাইনে ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। গতকাল ১০ এপ্রিল নিজের ফেসবুক অ্যাকাউন্টে হোমি লিখেছেন, ‘দক্ষিণ আন্দামানে ডাইভিং অ্যাসাইনমেন্টে ছিলাম। একদম নেটওয়ার্কের বাইরে ছিলাম, সে কারণে অনলাইনে কোনো উত্তর আমি দিতে পারিনি। কিন্তু যে ধরনের আলোচনা-সমালোচনা দেখছি, তাতে নিজের বক্তব্যটা পরিষ্কার করা দরকার। মাই চয়েস ভিডিওটির মাধ্যমে সব নারীর পছন্দকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কোনোরকম বিতর্ক তৈরির জন্য এটি বানানো হয়নি। আমাদের সবারই নিজের পছন্দে জীবনটা সাজানোর অধিকার রয়েছে। কিন্তু এটা মাত্র আড়াই মিনিটের একটি ভিডিও। এর মাধ্যমে নারীর সব চাওয়া তুলে ধরা সম্ভবও নয়। বিষয়টি অত্যন্ত জটিল, স্পর্শকাতর। সব নারীর কাছেই তাঁর ইচ্ছাগুলো আলাদা এবং স্বতন্ত্র।’
নিজের অবস্থান তুলে ধরে হোমি আরো লিখেছেন, ‘যাঁরা ভিডিওটির বক্তব্যের সঙ্গে একমত কিংবা যাঁরা দ্বিমত পোষণ করেছেন, আমি সবার মতামতকেই সম্মান জানাই। যাঁরা এতে মনঃক্ষুণ্ন হয়েছেন, তাঁদেরকে বলছি, কাউকে আঘাত করা মোটেও আমার উদ্দেশ্য ছিল না। অনেকেই বলছেন, এখানে যৌনতাকে ব্যবহার করে নারীর প্রতি পুরুষের কর্তৃত্ববাদী মনোভাব উসকে দেওয়া হয়েছে। তাঁদের বলব, স্বাধীনভাবে চিন্তা করার চেষ্টা করতে এবং নারীকে তাঁর প্রাপ্য সম্মান ও সমতা দিতে। যাঁরা সমর্থন দিয়েছেন, তাঁদের প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’
কথা এখানেই শেষ নয়। হোমি আরো লিখেছেন, ‘ভিডিওটি অনলাইনে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। আর সে কারণেই মানুষ লিঙ্গসমতা নিয়ে এত আলোচনা করছে। ছড়িয়ে পড়ার কারণেই ভিডিওর বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। নারীর আরো ক্ষমতায়ন এবং লিঙ্গসমতা বিষয়ে আলোচনা অব্যাহত থাকুক।’
গত ২৮ মার্চ ইউটিউবে ছাড়া হয় মাই চয়েস ভিডিওটি। এতে মোট ১০০ নারীকে দেখানো হয়। বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও এতে ছিলেন এবং ভিডিওটির নেপথ্য কণ্ঠ দিয়েছেন তিনি। এখন পর্যন্ত ইউটিউবে ৮০ লাখ বার দেখা হয়েছে ভিডিওটি।
ভিডিওটির নির্মাতা হোমি আদজানিয়া এখন পর্যন্ত বলিউডে তিনটি ছবি পরিচালনা করেছেন। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল তাঁর প্রথম ছবি ‘বিইং সাইরাস’। এর পর ২০১২ সালে ‘ককটেল’ এবং গত বছর মুক্তি পায় ‘ফাইন্ডিং ফ্যানি’। তাঁর শেষ দুটি ছবিতেই অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন।