সত্য ঘটনার ‘দ্য ফেইক’ সাড়া জাগাবে : কল্যাণ
কল্যাণ কোরাইয়া এ প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেতা। নাটকে অভিনয়ের পাশাপাশি কাজ করছেন রুপালি পর্দায়। ২০১২ সালের ১৬ ডিসেম্বর মুক্তি পায় তাঁর অভিনীত প্রথম ছবি ‘পিতা’। তার পর দুই বছর বিরতি দিয়ে তিনি কাজ করেছেন খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকির আলো’ ছবিতে। যুক্তরাষ্ট্রের দ্য ওয়ার্ল্ড ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয় ‘জোনাকির আলো’ ছবিটি। বর্তমানে ‘প্রার্থনা’, ‘দ্য ফেইক’, ‘মন বাক্স’ ও ‘মুখোশ মানুষ’ চলচ্চিত্রে কাজ করছেন আলেচিত এই অভিনেতা। কল্যাণ অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক নাটকও প্রচারিত হচ্ছে বিভিন্ন চ্যানেলে। নাটক, চলচ্চিত্রসহ বিভিন্ন বিষয়ে এনটিভির সঙ্গে কথা বলেছেন কল্যাণ।
প্রশ্ন : আপনার অভিনীত কয়েকটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। প্রতিক্রিয়া কেমন?
উত্তর : আমার অভিনীত কয়েকটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে বিভিন্ন চ্যানেলে। এর মধ্যে এনটিভিতে প্রচারিত হচ্ছে ‘দলছুট প্রজাপতি’, এটিএন বাংলায় ‘প্রজ্ঞাপারমিতা’, বৈশাখীতে ‘চেয়ারম্যানবাড়ি’ ও চ্যানেল নাইনে প্রচারিত হচ্ছে ‘লাভ গুরু’।
সবকটি নাটকে গল্পের পাশাপাশি চরিত্রেও রয়েছে বৈচিত্র্য। তাই দর্শক প্রতিক্রিয়া ভালোই পাচ্ছি। সম্প্রতি নতুন ধারাবাহিক ‘গন্তব্য নিরুদ্দেশ’-এর শুটিংয়ের কাজ শেষ করেছি। এখানে আমার সহশিল্পী ইন্তেখাব দিনার ও সুজানা।
প্রশ্ন : নিজের অভিনীত কাজ দেখার অনুভূতি কেমন?
উত্তর : টিভিতে এখন নাটক দেখার সময় পাই না। সিডিতে অথবা ইউটিউবে নাটক দেখি। তবে বেশি ভালো লাগে হলে গিয়ে নিজের অভিনীত চলচ্চিত্র দেখতে। কারণ, হলে দর্শকের প্রতিক্রিয়াটা সরাসরি দেখতে পাই। এটা অনেক উপভোগ করি।
প্রশ্ন : কেমন চলছে চলচ্চিত্রের শুটিং?
উত্তর : শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘প্রার্থনা’ ছবিটির কাজ শেষ। ছবির গল্পে অনেক আবেগ-ভালোবাসা রয়েছে। এখানে আমার সহশিল্পী মৌসুমী নাগ। ইয়াসির আরাফাত জুয়েল পরিচালিত ‘দ্য ফেইক’ ছবিটির ৬০ ভাগ কাজ শেষ। ‘দ্য ফেইক’ ছবিটির গল্প সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে। আশা করছি, ছবিটি তরুণদের হৃদয়ে সাড়া জাগাবে। অঞ্জন দত্ত পরিচালিত ‘মন বাক্স’ ছবিটিতেও আমি অভিনয় করছি।
প্রশ্ন : অঞ্জন দত্তের সঙ্গে প্রথম পরিচয়ের কথা বলুন?
উত্তর : ‘মন বাক্স’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার সময় ঢাকাতে তাঁর সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। আমার মনে আছে, যেদিন আমি তাঁর সঙ্গে দেখা করি, সেই রাতে অনেক ঝড়-বৃষ্টি ছিল। আমি বৃষ্টির মধ্যে নিজে গাড়ি চালিয়ে তাঁর সঙ্গে দেখা করতে যাই। তখন সময় ছিল রাত ১টা। তিনি ঘুমিয়ে ছিলেন। আমি যাওয়ার পর তিনি আমার সঙ্গে ১৫ মিনিটের মতো কথা বলেছিলেন।
প্রশ্ন : চলচ্চিত্রে অভিনয়ের জন্য আপনি কি নাচ শিখেছিলেন?
উত্তর : ছোটবেলায় আমি গান শিখেছি, কিন্তু নাচ কখনই শিখিনি। তবে ‘দ্য ফেইক’ ছবিতে দর্শক আমার নাচ দেখতে পাবেন। ছবিটি পুরোপুরি বাণিজ্যিক।
প্রশ্ন : আপনার অভিনীত প্রথম নাটক কোনটি?
উত্তর : আলভী আহমেদ পরিচালিত এক পর্বের নাটক ‘মানিব্যাগ’। ২০১০ সালে নাটকটি প্রচারিত হয়েছিল।
প্রশ্ন : প্রিয় সহশিল্পী কে?
উত্তর : সাদিয়া ইসলাম মৌ।
প্রশ্ন : বিশেষ কোন চরিত্রের প্রতি দুর্বলতা রয়েছে?
উত্তর : আমার অনেক পছন্দের চরিত্র ‘বাকের ভাই’। কখনো সুযোগ পেলে এ চরিত্রে অভিনয় করতে চাইব।
প্রশ্ন : শুটিংয়ের অবসরে আপনি কী করেন?
উত্তর : মেকআপ রুমে বসে ইউনিটের সবার সঙ্গে আড্ডা দিই।
প্রশ্ন : নতুন বছরের পরিকল্পনা কী?
উত্তর : সুস্থ থাকতে চাই। সবার মন জয় করে ভালো কাজ করতে চাই।