শ্রদ্ধার ‘সিক্রেট’ প্রেম
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/14/photo-1428987998.jpg)
আদিত্য রায় কাপুরের সাথে শ্রদ্ধা কাপুরের প্রেমের গল্প ‘আশিকি ২’ থেকেই। কখনো একে গুজব, কখনো একে প্রেম বলা হয় বি টাউনের আলাপে। শ্রদ্ধার নাকি কেবল এটি নয়, প্রেম আছে আরেকটি! হলিউড তারকা জনি ডেপের প্রেমে রীতিমতো হাবুডুবু শ্রদ্ধা! তবে বলাই বাহুল্য, সেটি কেবলই সেলিব্রিটি তারকার জন্য সেলিব্রিটি ভক্তের ‘ক্র্যাশ’ মাত্র। এমটিভি থেকে জানা গেল শ্রদ্ধার আরো কয়েকটি ‘গোপন’ কথা।
১. বজ্রপাতে চরম ভয় পান শ্রদ্ধা। এমনকি বিদ্যুৎ চমকানোর আওয়াজ শুনলেও নাকি পারলে ঝেড়ে দৌড় মারেন। একে অবশ্য আর যাই হোক, ফোবিয়া বলা যায় না।
২. শ্রদ্ধা কাপুর একজন ইউনিভার্সিটি ড্রপ আউট। বোস্টন ইউনিভার্সিটিতে থিয়েটার নিয়ে পড়ালেখা করতে গিয়েছিলেন বটে, তবে সেটা আর শেষ করা হয়নি।
৩. শ্রদ্ধাকে দেখলে নিশ্চয়ই খুব ‘খাদক’ টাইপ মনে হয় না। কিন্তু বাস্তব এটাই, খাবারদাবারের দারুণ ভক্ত শক্তি কাপুরের মেয়েটি। জাপানি খাবার সুশি হলে তাঁর নাকি আর কিস্যুটি লাগে না।
৪. বাবার অভিনয়ের দারুণ ভক্ত শ্রদ্ধা। সাথে তিনি অন্ধভক্ত অমিতাভ বচ্চনের। শ্রদ্ধার বলিউড অভিষেকও অমিতাভের সাথে ‘তিন পাত্তি’ ছবি দিয়ে।
৫. শ্রদ্ধাকে বলিউডের আসার সুযোগ কিন্তু তাঁর বাবা শক্তি কাপুর করে দেননি। শ্রদ্ধার আন্টি, বলিউডের আরেক খ্যাতনামা পদ্মিনী কোলাপুরেই শ্রদ্ধার আসার রাস্তা তৈরি করে দিয়েছিলেন।
৬. যশ রাজ ব্যানারের স্বপ্ন থাকে সব বলিউড অভিনেত্রীর। কিন্তু শ্রদ্ধা তাঁদের প্রস্তাব পেয়েও প্রত্যাখ্যান করেছিলেন। অবশ্য কিসের জন্য প্রত্যাখ্যান করেছিলেন, সেটা জানলে আপনি সিদ্ধান্তটির প্রশংসাও করতে পারেন বৈকি! ‘আশিকি ২-এর জন্য যশ রাজের ছবিতে নাম লেখাননি শ্রদ্ধা।