অভিষেক লিখছেন চিত্রনাট্য?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/15/photo-1429093741.jpg)
সিনেমায় বিশেষ সুবিধে করতে পারছেন না অনেক দিন ধরে। তাই বলে শেষটায় কিনা অভিনয় রেখে চিত্রনাট্য লিখতে বসবেন তিনি! জ্বি, তা-ই করছেন অমিতাভপুত্র অভিষেক বচ্চন। ফারাহ খান জানিয়েছেন, ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির সিক্যুয়েলের চিত্রনাট্য লিখছেন অভিষেক বচ্চন। এনডিটিভির খবরে জানা গেল, অভিষেক নাকি তাঁর লেখালেখির কাজ শুরুও করে দিয়েছেন।
সমালোচকরা একদম ধুয়ে দিয়েছিলেন গেল বছরের এই তারকাবহুল ছবিটিকে। খোদ শাহরুখ খান নিজেও এই ছবিকে নিজের ক্যারিয়ারে অপাঙ্ক্তেয় হিসেবে ঘোষণা করেছেন। তবু ব্লকবাস্টার হিটের খেতাব ঠিকই মিলেছে ‘হ্যাপি নিউ ইয়ার’-এর। সুতরাং, মানের হিসেবে মার খেলেও ব্যবসার দিক থেকে ‘হ্যাপি নিউ ইয়ার’ বেশ সফল। সে জন্যই হয়তো ফারাহ খান বানাতে চান ‘হ্যাপি নিউ ইয়ার’-এর আরেক কিস্তি।
তবে এই সিক্যুয়েলের জন্য নাকি অভিষেকই তাঁকে উদ্বুদ্ধ করেছেন, জানালেন ফারাহ। ‘অভিষেক হ্যাপি নিউ ইয়ারের সিক্যুয়েলের স্ক্রিপ্ট লিখছে। দায়িত্বটা এখন একদমই ওর’-সোমবার ‘মার্গারিটা উইথ আ স্ট্র’ ছবির প্রদর্শনী দেখতে গিয়ে এ কথা জানান ফারাহ খান। ‘স্ক্রিপ্ট আমার পছন্দ হলেই আমরা ছবি বানানোর কাজ শুরু করে দেব’-যোগ করেন তিনি।
হ্যাপি নিউ ইয়ার ছবির পুনরাবির্ভাবে তাঁর ভূমিকা নিয়ে জিজ্ঞাসায় ফারাহ খানের স্পষ্ট জবাব, ‘আমিই পরিচালনা করব ছবিটি।’
গেল বছরের দিওয়ালিতে মুক্তি পাওয়া ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিটিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, বোমান ইরানি ও সোনু সুদের মতো তারকারা। সমালোচকদের বিচারে ‘নিকৃষ্ট মানের’ হলেও ছবিটি দারুণ ব্যবসাসফল হয়েছিল।