‘হা Show’-এর রেজিস্ট্রেশন শুরু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/16/photo-1429176662.jpg)
এনটিভি আয়োজিত বাংলাদেশের কৌতুক পরিবেশনভিত্তিক প্রথম রিয়্যালিটি শো ‘হা Show’ তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে। এই অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশ থেকে বেরিয়ে আসা কৌতুক কথকরা দেশে-বিদেশে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করে। ২০১০ এবং ২০১২ সালের পর এরই ধারাবাহিকতায় এনটিভি তৃতীয়বারে মতো আয়োজন করতে যাচ্ছে মারসেল পরিবেশিত ‘হা Show-৩’। সৌজন্যে রয়েছে ডাবর মেসওয়াক।
এই শোতে অংশগ্রহণে ইচ্ছুক প্রতিযোগীদের এসএমএস এবং এনটিভি অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এনটিভি অনলাইনে রেজিস্ট্রশন করতে (www.ntvbd.com/registration) এই ওয়েবসাইটে গিয়ে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, ই-মেইল ও ফোন নম্বর লিখে, বিভাগ ও জেলা দিয়ে সাবমিট করলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আপনি একটি কনফারমেশন মেইল পাবেন।
এ ছাড়া এসএমএস করতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে HS স্পেস আপনার নাম স্পেস আপনার জেলা লিখে ৬৯৬৯ নম্বরে পাঠিয়ে দিন।
আগামী মে মাসের মধ্যে রাজশাহী, খুলনা, রংপুর, চট্টগ্রাম ও ঢাকায় বাছাই পর্ব শেষ হবে। আগামী জুলাই মাস থেকে এই অনুষ্ঠান এনটিভিতে প্রচার করা হবে।
গত ১১ এপ্রিল, শনিবার সহযোগী স্পন্সর ডাবর মেসওয়াকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এনটিভির মার্কেটিং ও সেলস বিভাগের প্রধানের মধ্যে চুক্তি সম্পাদনের মাধ্যমে ‘হা Show ৩’-এর যাত্রা শুরু হয়েছে।
‘হা Show’ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাবর মেসওয়াকের ব্র্যান্ড ম্যানেজার এস এম আবদুর রহিম অর্ক, মারসেলের এক্সিকিউটিভ ডিরেক্টর হুমায়ুন কবীর, এনটিভির হেড অব নিউজ খাইরুল আনোয়ার, চিফ নিউজ এডিটর জহিরুল আলম, হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন ইঞ্জিনিয়ার সুলতানা এ বানু, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং রঞ্জন কুমার দত্ত, চিফ মিউজিক ডিরেক্টর মকসুদ জামিল মিন্টু, অভিনেতা আমিন খান, সাজু খাদেম প্রমুখ। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন হাসান ইউসুফ খান।
অনুষ্ঠানটির প্রযোজক হাসান ইউসুফ খান বলেন, ‘গত দুইবারের ধারাবাহিকতায় আমরা তৃতীয়বারের মতো এই শোর আয়োজন করছি। আমার কাছে মনে হয় মানুষকে হাসানো হলো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ; যে কাজটি মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমরা প্রতিবারই করে আসছি। আর রুচির জায়গায় আমরা কখনো কোনো আপস করি না। তাই আশা করি এবারও আমরা দর্শকদের মন জয় করতে পারব। তাদের কিছু সময়ের জন্যও হলেও আনন্দ দিতে পারব।’