সুপার শেফ
আবারো আসছে এনটিভিতে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/16/photo-1429192264.jpg)
রান্নাবিষয়ক রিয়্যালিটি শো ‘রূপচাঁদা-ডেইলি স্টার সুপার শেফ ২০১৫’-এর দ্বিতীয় সিজন আগামী ১৯ এপ্রিল থেকে এনটিভিতে শুরু হতে যাচ্ছে। এটি বাংলাদেশের প্রথম ও একমাত্র রান্নাবিষয়ক রিয়্যালিটি শো। গতানুগতিক রান্নার অনুষ্ঠান থেকে ভিন্নধারার এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ের আয়োজন এটি। গত বছর এই অনুষ্ঠানের প্রথম আয়োজন হয়েছিল।
১৬ পর্বের অনুষ্ঠানটি প্রতি শুক্রবার ও রোববার রাত ৯টায় এনটিভিতে প্রচার হবে। জমকালো এই রিয়্যালিটি শোতে অংশগ্রহণের জন্য সারা দেশ থেকে এবার প্রায় ১০ হাজার প্রতিযোগী নিবন্ধন করেছিলেন। সেখান থেকে যাচাই-বাছাই করে ৬০ জন নির্বাচিত হয়েছেন চূড়ান্তভাবে। পরবর্তী সময়ে মনোনীত হওয়া ১৬ জন চূড়ান্ত পর্বের জন্য লড়াই করবেন।
জাতীয় পর্যায়ের চূড়ান্ত বিজয়ী পাবেন ১০ লাখ টাকা এবং প্রথম ও দ্বিতীয় রানার আপ পাবেন যথাক্রমে পাঁচ লাখ ও দুই লাখ টাকা। এই অনুষ্ঠানের বিচারক প্যানেলে রয়েছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খান, ওয়াটারক্রেস রেস্টুরেন্ট নির্বাহী শেফ সৈয়দ তোজাম্মেল হক তারেক, ক্যালামারি এক্সপার্ট শাহেদা ইয়াসমিন। এ ছাড়া অনুষ্ঠানের বিভিন্ন পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান মাস্টার শেফ ২০১৩ বিজয়ী এমাডিন, বিশিষ্ট শেফ জেরার্ড ওয়ালে ও ফ্রেডরিক। ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নাজিবা।