পার্কে বসে সুজানার অপেক্ষা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/17/photo-1429266021.jpg)
পার্কে অনেকক্ষণ ধরে বসে আছেন সুজানা। হয়তো কারো জন্য অপেক্ষা। কিছুক্ষণ পর কাঁদতে শুরু করলেন তিনি। মিনিট পাঁচেক পর জামিল পার্কে এসে হাজির। জামিলকে দেখে কান্নাকাটি আরো বেড়ে গেল তাঁর। এ কান্নাকাটি বাস্তব নয়, নাটকের শুটিংয়ের অংশ। গেল বুধবার উত্তরার একটি পার্কে সাজ্জাদ সুমন পরিচালিত ‘নন স্টপ’ ধারাবাহিক নাটকের শেষ বিকেলে শুটিং করছিলেন চঞ্চল চৌধুরী, সুজানা, জামিল ও তুষ্টি।
‘নন স্টপ’ নাটকের গল্পে দেখা যাবে, চঞ্চল চৌধুরী সমাজসেবামূলক কাজ করে ঘুরে বেড়ান। নাটকে তাঁর প্রেমিকা সুজানা।
এ প্রসঙ্গে পরিচালক সাজ্জাদ সুমন বলেন, ‘চঞ্চল চৌধুরী সব সময় অন্যায়ের প্রতিরোধ করে। কখনো সে পরিবেশ নিয়ে কাজ করে। কখনো মানববন্ধন। এখানে চঞ্চল চৌধুরীর অভিনয়ে কোনো একঘেয়েমি থাকবে না। প্রতি পর্বেই নতুন নতুন ঘটনা ঘটবে। সুজানা চঞ্চল চৌধুরীর গার্লফ্রেন্ড থাকে।’
সাজ্জাদ সুমন যোগ করেন, ‘সুজানা মডেল হলেও অভিনয়ে অনেক ভালো করছে। আমার মনে হয় সুজানা, জামিল অভিনয়ে নিয়মিত হলে দুজনেই অনেক ভালো করবে।’
‘নন স্টপ’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আনিসুল রহমান মিলন, সাবেরী আলম, ফারুক আহমেদ, ড. এজাজ ও তানিয়া হোসেন। পরিচালক বললেন, ‘আমরা সবাই পরিবারের মতো হয়েই কাজটি করছি। নাটকের ২৬ পর্বের শুটিং শেষ করেছি। এই মাসের শেষে বাংলাভিশনে নাটকটি প্রচার হবে।’
মডেল ও অভিনেত্রী সুজানা বলেন, ‘আমি ধারাবাহিক নাটক আগে কখনো করিনি। এখন নিয়মিত ধারাবাহিক নাটকে অভিনয় করছি। আমার মানসিক অবস্থা ভালো না। নতুন কোনো কাজ করছি না। এই কাজগুলোর শুটিংয়ের তারিখ অনেক আগে থেকেই নির্ধারিত ছিল। আমি চাইনি আমার কারণে পুরো ইউনিটের ক্ষতি হোক। ইউনিটের সবাই অনেক চমৎকার। চঞ্চল ভাইয়ের সঙ্গে দ্বিতীয়বারের মতো কাজ করছি। অনেক ভালো লাগছে।’
অভিনেতা জামিল বলেন, ‘নাটকের গল্পে অনেক মোড় আছে। আমার চরিত্রটিও গুরুত্বপূর্ণ। বৈচিত্র্যতায় ভরপুর এই নাটক। দর্শকরা নিরাশ হবেন না। চঞ্চল ভাইয়ার সঙ্গে নাটকে আমার বেশির ভাগ কাজ। ভাইয়ার কাছ থেকে অনেক কিছু শিখছি।’
অভিনেত্রী তুষ্টি বলেন, “আগে ধারাবাহিক নাটকগুলো অনেক বেশি জনপ্রিয় ছিল। আমরা যখন ‘ভবের হাট’ নাটকে অভিনয় করেছি তখন সবাই নাটক দেখত। এখন নাটকের দর্শক কমে গেছে। ‘নন স্টপ’ নাটকের গল্পই অনেক সুন্দর। নাটকে আমি সব সময় হিজাব পরি। আমার গেটআপ ও অভিনয়ে অনেক বৈচিত্র্য আছে। আশা করছি নাটকটি দর্শক ভালোভাবে গ্রহণ করবে।’