আইরিনের এগিয়ে চলা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/17/photo-1429277070.jpg)
ছোটবেলা থেকে স্বপ্ন ছিল, মডেল হবেন। পত্রিকা, ম্যাগাজিন, বিলবোর্ডে শোভা পাবে নিজের ছবি। টেলিভিশনের বিজ্ঞাপনে নিজেকে দেখা যাবে একজন মডেল হিসেবে। এসব কিছুই আর এখন আইরিন আফরোজের জন্য স্বপ্ন নয়- সবই ধরা দিয়েছে বাস্তবে। আইরিন এখন দেশের প্রতিশ্রুতিশীল মডেলদের একজন। অভিনয়ও করছেন সমানতালে।
মিডিয়ায় আইরিনের শুরুটা অবশ্য বেশ দিনের নয়। বলতে গেলে এক বছরের। তবে সময়ের তুলনায় কাজের পাল্লাটা বেশ ভারী। গোল্ড মার্ক বিস্কুট, মেরিল ভ্যাজলিন, ম্যান্টোস, মাই ক্যাশ, প্রাণ পিনাট বার, প্রাণ ঝালমুড়ি, প্রাণ গুঁড়া মসলা, প্যারাশুট নারিকেল তেল, জুম আলট্রা, এয়ারটেল থ্রি-জিসহ অনেকগুলো বিজ্ঞাপনে মডেল হয়েছেন আইরিন। এই মুহূর্তে তাঁর অভিনীত দুটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। এনটিভিতে প্রচারিত হচ্ছে ‘লেক ড্রাইভ লেন’। আর দেশটিভিতে প্রচারিত হচ্ছে ‘কলিং বেল’। ভৌতিক গল্প অবলম্বনে জিটিভির ‘ফ্রাইট নাইট’ ধারাবাহিকের একটি গল্পেও অভিনয় করেছেন আইরিন। রেদওয়ান রনি পরিচালিত ‘ঝালমুড়ি’ নাটকটি প্রচারের অপেক্ষায়। নবরূপা, নিপুণ, গ্ল্যামার ওয়াল্ডর্সহ অনেক ফ্যাশন হাউসের মডেল হয়েছেন আইরিন। পত্রিকা-ম্যাগাজিনের জন্য ফটোশুট নিয়ে ব্যস্ততা তো আছেই।
এত দ্রুত সময়ে এত প্রাপ্তি সম্পর্কে বলতে গিয়ে নতুন স্বপ্নের কথা বললেন আইরিন, ‘সত্যি বলতে কি, ছোটবেলা থেকে কেবল মডেল হওয়ার স্বপ্নই দেখেছি। সেটা পূরণ হয়েছে। কিন্তু একজন অভিনেত্রী হিসেবে পরিচিতি পেতে চাই আমি। নাটকে অভিনয় করছি বেশিদিন হয়নি। তবে ভালো সাড়া পাচ্ছি। অনেক জায়গা থেকে প্রশংসা পাচ্ছি। অভিনয়ের ব্যস্ততার কারণে তো ফটোশুটই কমিয়ে দিয়েছি।’
কথা বলতে বলতে পুরোনো দিনের স্মৃতিচারণা করলেন আইরিন, ‘ছোটবেলায় পত্রিকা বা ম্যাগাজিনে কোনো মডেলের ছবি দেখলে মনে মনে ভাবতাম, একদিন আমার ছবিও যদি প্রকাশ হতো! বিলবোর্ডে কাউকে দেখলে ভাবতাম, আমিও যদি বিলেবার্ডের মডেল হতে পারতাম! একইভাবে টেলিভিশনে কোনো বিজ্ঞাপন দেখলে ভাবতাম, আমিও যদি বিজ্ঞাপনের মডেল হতে পারতাম!’ এরপর আইরিন বললেন, ‘স্বপ্নপূরণের ইচ্ছা থেকেই প্রথমে ফটোশুট করতাম। সিরিয়াসলি কাজ শুরু করি গত বছরের মার্চ-এপ্রিলের দিকে। বৈশাখের জন্য কয়েকটি ফ্যাশন হাউসের মডেল হই। শুরুতে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাই নায়লা নাইমের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে মডেল হয়ে। এরপর তো স্বপ্নের মতো করেই এগিয়ে যাচ্ছি।’