তানভীর আহম্মেদের বিজ্ঞাপনের মডেল হলেন মৌসুমি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/17/photo-1429279564.jpg)
এফডিসির মুক্তিযোদ্ধা জসিম ফ্লোরে বিজ্ঞাপনের শুটিং করছেন নির্মাতা তানভীর আহম্মেদ। এটা তাঁর ৪৬তম বিজ্ঞাপন। বিজ্ঞাপনের দৃশ্যে দেখা যাবে, একটি ছেলে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, সাইকেলের পেছনে কিছু পত্রিকা।
এই একটা শটের জন্য অনেক সময় নিয়ে লাইট ঠিক করা হলো। ডিরেক্টর ‘স্ট্যান্ডবাই’ বলতেই সবাই নড়ে চড়ে বসল। ‘অ্যাকশন’ বলতেই ফ্রেমে থাকা ছেলেটি সাইকেলের হাতল ছেড়ে পকেট থেকে চশমা বের করে চোখে দিল। এমনই একটা দৃশ্য ধারণ করতে সময় লাগল প্রায় এক ঘণ্টা। দশবার টেক নেওয়ার পর ‘ওকে’ বলে কাজটি শেষ করেন নির্মাতা। এরপর কথা হয় তাঁর সাথে।
কিসের বিজ্ঞাপনের শুটিং করছেন?
একটা বিজ্ঞাপনের শুটিং করছি কিন্তু এ সম্পর্কে কিছু বলা যাবে না। কারণ আমাদেরকে আগে থেকেই বলা হয়েছে সেটের ছবি কাউকে তুলতে দেওয়া যাবে না এবং কিসের বিজ্ঞাপন, এটা বলা যাবে না। বললে হয়তো কাজটি বন্ধ হয়ে যাবে। আসলে সবারই তো একটা মার্কেটিং পলিসি আছে। এখন যাদের কাজটি করছি তাদের পলিসি বিজ্ঞাপনটি টিভিতে প্রচারের আগে তারা কাউকে কিছু বলতে চান না।
কারা কাজ করছেন এই বিজ্ঞাপনে?
চিত্রনায়িকা মৌসুমি এই বিজ্ঞাপনের মূল ভূমিকায় কাজ করছেন। তাঁর সাথে আরো অনেকেই আছেন। মৌসুমি ছাড়া আর কারো নাম এই মুহূর্তে বলতে চাই না। আসলে এটাও এক ধরনের চমক, হঠ্যাৎ করে টিভিতে নতুন একটা বিজ্ঞাপন শুরু হলে মানুষের মধ্যে একটা চমক সৃষ্টি করা যায়। চমক দেওয়ার জন্যই এই গোপনীয়তা।
কবে থেকে প্রচার হবে এই বিজ্ঞাপন?
সব ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এরপরেই প্রচার শুরু হওয়ার কথা রয়েছে। এটুকু বলতে পারি, আগামী সপ্তাহ থেকে নায়িকা মৌসুমির যে বিজ্ঞাপনটি প্রচার হবে, সেটার শুটিং করছি আমরা। এটা আমার ৪৬তম বিজ্ঞাপন। সবাই দোয়া করবেন সুস্থভাবে বেঁচে থেকে যেন আপনাদের জন্য আরো বিজ্ঞাপন করতে পারি।