তিন প্রজাপতি বোনের গল্প
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/19/photo-1429440655.jpg)
আরিফ খান পরিচালিত ধারাবাহিক নাটক ‘দলছুট প্রজাপতি’র জনপ্রিয় তিন চরিত্র রুমা, ঝুমা ও সোমা। চিত্রনাট্যে নাট্যকার ফারিয়া হোসেন তাদের তিনজনকে প্রজাপতি বলেই আখ্যায়িত করেছেন। রুমা, ঝুমা ও সোমা চরিত্রে অভিনয় করছেন মৌসুমী নাগ, বাঁধন ও স্বাগতা।
আপনারা কি তিন প্রজাপতি? এমন প্রশ্ন শুনে মৌসুমী নাগ হেসে উত্তর দিলেন’ ‘আমরা তিন বোন।’ স্বাগতা চটজলদি মেকআপ নিতে নিতে উত্তর দিলেন, ‘আমরা প্রজাপতিও, কারণ আমরা তিন বোন একসঙ্গে ছুটে বেড়াই।’
বাঁধন চুপচাপ তাঁদের কথা শুনে একটু ভেবে বললেন, ‘এখানে আমার চরিত্রের নাম ঝুমা। মানে নাটকে আমি মেজো বোন। জানেন আমার তো বড় ও ছোট বোন নেই। কিন্তু আমার মায়েরা নয় বোন। তাঁদের দেখে আমার খুব হিংসা হতো। মনে মনে ভাবতাম ইস! আমারও যদি অনেকগুলো বোন থাকত! আমার অনেক আফসোস ছিল কারণ আমার ভাই আছে কিন্তু বোন নেই। আমার মেয়ে সায়রার জন্মের পর কিছুটা আফসোস কমেছে। আর নাটকের চরিত্রে মৌসুমী ও স্বাগতা দুই বোনকে পেয়ে আমার দুঃখ অনেকটাই কমে গেছে। তাদের আমার আপন বোনই মনে হয়।’
বাঁধনের কথা শেষ না হতেই স্বাগতা বললেন, ‘আমার দুই বোনই অনেক সুন্দর। একজন ভাবী আছে শারমীন (বন্যা মির্জা), সেও অনেক সুন্দর। কিন্তু একমাত্র আমিই অগোছালো। আমার চরিত্রটা এ রকম সব সময় সাজগোজ করে থাকতে হয় কিন্তু আমি ভালোভাবে সাজতেই পারি না। আমার বোনেরা অনেক পরিপাটি।’
এবার মুখ খুললেন মৌসুমী নাগ। তিনি বলেন, ‘আমার ছোটবোন সোমা (স্বাগতা) ভীষণ রকম জ্বালায়। তবে আমি আর বাঁধন এটা অনেক উপভোগ করি। আমরা পরিবারের মতোই। নাটকে বাঁধনের যখন বিয়ে হয়, আমি গ্লিসারিন ব্যবহার করিনি। সত্যি সত্যি কান্না করেছিলাম। অনুভূতিগুলোও সত্যি মনে হচ্ছিল। যখন আমার বিয়ে হয়, তখনো সত্যি সত্যি কেঁদেছি। আসলে আমরা সবাই নাটকের চরিত্রের মধ্যে ডুবে গেছি।’
স্বাগতা বলেন, ‘১০ বছর ধরে মিডিয়ায় কাজ করতে করতে আমরা সবাই যৌথ পরিবারের মতো হয়েছি। কখনো মনে হয় না আমরা আলাদা।’
বাঁধন ও মৌসুমী নাগ দুজনেই সহকর্মীদের উপহার দিতে পছন্দ করেন। এ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘আমি আপ্যায়ন করতে আর উপহার দিতে ভীষণ ভালোবাসি। এই অভ্যাসটা আমার ছোটবেলা থেকেই ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।’
‘দলছুট প্রজাপতি’ নাটকের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। নাটকের গল্পে ঘটনাচক্রে বাড়ির তিন মেয়ের বিয়ের পর আবারও তারা বাবার বাড়িতে ফিরে আসে। শুরু হয় নতুন গল্প। নাটকের একটি সংলাপে ভাবি শারমীন (বন্যা মির্জা), তাঁর শাশুড়ি লায়লা হাসানকে বলেন, ‘মা, তোমার প্রজাপ্রতিরা ফিরে এসেছে।’
আজ রাত ৮-২০ মিনিটে ‘দলছুট প্রজাপতি’ নাটকটি এনটিভিতে প্রচার হবে।